গোবরে পদ্মফুল।

in আমার বাংলা ব্লগ2 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ গোবরে পদ্মফুল সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17389897448337079903537728303904.jpg



সোর্স

আসলে গোবরে পদ্মফুল জিনিসটা বলতে আমি সাধারণত এখানে সেসব ব্যক্তিদের কথা বুঝিয়েছি যারা কিনা খুব খারাপ পরিবেশে জন্মগ্রহণ করেও তারা তাদের চেষ্টার মাধ্যমে আজ জীবনে বড় হতে পেরেছে এবং মানুষের কাছ থেকে তারা সব সময় ভালোবাসা পেয়েছে। এই পৃথিবীতে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাই যে সব থেকে বেশি শ্রেণীর লোক হলো গরিব সীমার নিচে থাকে। তারা সবসময় বিভিন্ন ভাবে কঠোর পরিশ্রম করে এবং এই কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা তাদের নিজেদের অবস্থানকে পরিবর্তন করার চেষ্টা করে। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে জীবনে জ্ঞানী হতে গেলে যে ধনী হতে হবে এমন কোন কথা নেই। আপনার ভিতরে সব সময় চেষ্টা করার মত শক্তি থাকতে হবে।


একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যে যত বেশি চেষ্টা করতে পারবে সে তত বেশি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আসলে জীবনের এই মহাযুদ্ধে আমরা যদি চেষ্টা না করতে পারি তাহলে কিন্তু আমরা যতই ধনী হই না কেন আমরা কিন্তু একসময় আবার জীবনে পরাজিত হয়ে নিচে চলে যাব। আর যারা খুব নিচু প্রকৃতির লোক অর্থাৎ যারা খুব কষ্ট করে তাদের নিজেদের সংসারকে পরিচালনা করে তারা যদি কঠোর পরিশ্রম করতে পারে তাহলে কিন্তু তারা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারবে। আসলে এই পৃথিবীতে এই একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে সব থেকে বেশি জ্ঞানী মানুষ কিন্তু এই গরিব শ্রেণীর লোক। অর্থাৎ তারা খুব নিচু জায়গা থেকে উঠে এসেছে।


আসলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যদি সব সময় নিজেদের লক্ষ্যকে স্থির রেখে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং নিজেদের জীবনকে একটা ভালো স্থানে অবস্থান করাতে পারবো। আসলে গোবরে পদ্মফুল বলতে অনেকেই ব্যঙ্গ অর্থ মনে করেন। কিন্তু আপনার একটা জিনিস ভেবে দেখেছেন যে এই পদ্মফুল কতটা বেশি প্রিয় আমাদের সবার কাছে। আর এই পদ্মফুলের মর্ম যে মানুষগুলো বুঝতে পারে অর্থাৎ এইসব গুণী ব্যক্তিদের ভালো গুনাগুন যারা বুঝতে পারে তারা কিন্তু কখনো তাদেরকে অসম্মান করে না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা তাদেরকে সব সময় সম্মান করে থাকে।


তাইতো এই পৃথিবীতে প্রত্যেক লোককে আমাদের সম্মান করা উচিত। মানুষ যদি তাদের অর্থ দেখে তাদেরকে সম্মান করে তাহলে তারা কখনো প্রকৃত মানুষ হতে পারে না। আর আমরা সবাই মিলে যদি চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর এজন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কে কি করলো এটি না ভেবে যদি আমরা নিজেদের অবস্থানকে পরিবর্তন করার চেষ্টা করতে পারি এবং জীবনে সব সময় পরিশ্রম করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা গোবরের পদ্মফুল ফুটাতে পারবো। তাইতো এই ছোট্ট জীবনে সবাইকে অবশ্যই সংগ্রাম করতে হবে এবং মানুষের সেবায় নিজেদেরকে সবসময় নিয়োজিত করতে হবে। আর এভাবে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারব।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 days ago 

এই পোস্টটি সত্যিই অনুপ্রেরণামূলক।"গোবরে পদ্মফুল" এর মাধ্যমে আপনি যে বার্তা দিতে চেয়েছেন তা খুবই গভীর। জীবনের কঠিন পরিস্থিতিতেও যদি আমরা কঠোর পরিশ্রম এবং অটল চেষ্টা করি, তাহলে কোনো বাধাই আমাদের অগ্রগতির পথে বাধা হতে পারে না। এটা আমাদের শেখায় যে, কোনো অবস্থানে জন্মগ্রহণ করাটা কোনো ব্যাপার নয়, বরং চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে আমরা নিজেদের জীবনকে উন্নতির পথে নিয়ে যেতে পারি। আপনার এই চিন্তাভাবনা এবং অনুপ্রেরণার জন্য অনেক ধন্যবাদ।

 20 hours ago 

1000025112.png

1000025111.png

1000025110.png

1000025109.png

 19 hours ago 

জীবনে চলার পথে কোন বাঁধাই বাঁধা হতে দেওয়া যাবে না কঠিন সময়ে।কঠিন সময়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের কে এগিয়ে যেতে হবে।তবেই গোবরেও যে পদ্ম ফুল ফোটে সেটা প্রমান হয়ে যাবে।খুব সুন্দর ভাবে বিষয়টি নিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।অনেক ধন্যবাদ দাদা সুন্দর ভাবে বিষয়টিকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.033
BTC 94967.32
ETH 2544.47
USDT 1.00
SBD 5.31