আঘাতের প্রতিদান ভালোবাসা দিয়ে দাও।

in আমার বাংলা ব্লগ2 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ আঘাতের প্রতিদান সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17391616955522475244610702908562.jpg



সোর্স

পৃথিবীতে এমন একটা জায়গা যেখানে সবাই সবার প্রতিশোধ নিতে ব্যস্ত থাকে। অর্থাৎ কেউ যদি আপনার কোন সময় সে আপনার ক্ষতি করে থাকে তাহলে পরবর্তীতে আপনি তার ক্ষতি করার চেষ্টা করবেন। আসলে এই ধরনের মন মানসিকতা অনেকটা হিংস্র টাইপের হয়ে থাকে। অর্থাৎ কেউ যদি আপনার সাথে কোন খারাপ ব্যবহার করে ঠিক আপনি তার সাথেও সেই খারাপ ব্যবহার করবেন। কিন্তু একটা জিনিস আপনি কখনো কি ভেবে দেখেছেন যে তাহলে সেই খারাপ মানুষ এবং আপনার মধ্যে পার্থক্যটা কি থাকলো। আসলে খারাপ মানুষ যে কাজগুলো করে সেই কাজগুলো যদি আমরা পরবর্তীতে করার চেষ্টা করি তাহলে খারাপ মানুষ এবং আমাদের মধ্যে আর কোন আলাদা করে পার্থক্য থাকবে না।


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে মানুষ কিন্তু কখনো অন্য মানুষের উপকার করতে চায় না। অর্থাৎ সবাই নিজের মতো করে থাকার চেষ্টা করে এবং কেউ যদি কারো ক্ষতি করে তাহলে সেই ক্ষতি করার জন্য সে প্রতিশোধ নিতে ব্যস্ত থাকে। আসলে আমরা যদি আঘাতের প্রতিদান ভালোবাসা দিয়ে দিতে পারি তাহলে সেই মানুষের মধ্যে একটা আলাদা ধরনের অনুশোচনা সৃষ্টি হবে। অর্থাৎ আপনি মনে করেন যে কেউ আপনাকে অনেক বড় আঘাত দিয়েছে এবং আপনি তাকে আঘাত না দিয়ে বরং তাকে ভালোবাসা দিয়ে তার বিভিন্ন ধরনের সমস্যাগুলো আপনি সমাধান করার চেষ্টা করেছেন। তাহলে সেই মানুষটি মনের দিক থেকে যে কতটা বেশি কষ্ট হবে তা আপনাকে মুখে ভাষায় বলে প্রকাশ করা যাবে না।


কিন্তু আপনি যদি তার ক্ষতির প্রতিদান যদি তার ক্ষতি করে আপনি ক্ষ্যান্ত হন তাহলে কিন্তু এখানে তার মনের মধ্যে কোন অনুশোচনা বোধ সৃষ্টি হবে না। তাইতো পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আমরা প্রত্যেকটি মানুষকে ভালবাসবো এবং কেউ যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা ভালোবাসা দিয়ে তাদের বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করব। আসলে মানুষ যদি মানুষের এই ভুল একবার বুঝতে পারে তাহলে সে কখনো আপনার সাথে আর খারাপ ব্যবহার করবে না এবং পরবর্তীতে সে আপনার পরম বন্ধু হয়ে যাবে। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে সবাই একই ধরনের মন মানসিকতা নিয়ে কখনো চলাফেরা করতে পারে না। অর্থাৎ আপনি তাদের একটি জিনিস বোঝাবেন তারা অন্য একটি জিনিস করবে।


এজন্য আমাদের একটা বিষয় সম্পর্কে সব সময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে আঘাতের প্রতিবাদ আমরা যদি সকল ক্ষেত্রে ভালোবাসা দিয়ে দিতে পারি তাহলে আমাদের পৃথিবীতে আর মানুষ খারাপ কাজে কখনো ঝুঁকে পড়বে না। কিছু কিছু মানুষ আছে যারা কোন কিছু না বুঝে বিভিন্ন ধরনের ভুল করে বসে। আর সেই সব ব্যক্তিদের কে যদি আপনি প্রথম ক্ষেত্রে বড় একটা শাস্তি দিয়ে থাকেন তাহলে কিন্তু তাদের মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে এবং তারা আর কখনো ভালো হতে চাইবে না। কিন্তু আপনি যদি তাদের আরেকবার সুযোগ দিয়ে থাকেন তাহলে কিন্তু সে সেই সুযোগের সদ্ব্যবহার করে সে জিনিসগুলো তারা তাদের নিজেদের জীবনে আবার ঠিক করে একটা সুন্দর জীবন গড়ে তুলতে সক্ষম হবে।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 days ago 

এ বিষয়গুলো আসলে মানুষ বুঝতে চায় না। কারণ তারা সব সময় প্রতিশোধ পরায়ন হয়ে ওঠে।তবে আমি একটা কথা সবসময় বিশ্বাস করি যে যেমন করবে সেটার ফল সে প্রকৃতি থেকেই পাবে।যদি কেউ কারো ক্ষতি করলেই সেই প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা গ্রহণ না করে বরং তাকে অনুশোচনা করার সুযোগ দেয়া উচিত। কিন্তু বর্তমান সময়ে অনুশোচনাকারীকেও খুঁজে পাওয়া যায় না। কারণ তারা সব সময় প্রতিশোধ পরায়ন হয়ে থাকতে পছন্দ করে। লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো। দারুন কিছু কথা লিখেছেন।

 2 days ago 

এক্ষেত্রে একটি কথা বারবার মনে পড়ছে।

কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়
তা বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়

মানুষ বড় হিংস্র প্রাণী হলেও তার শিক্ষাগত দিকটি মনে রাখা উচিত। কিন্তু মানুষ আসলে খুব প্রতিহিংসা পরায়ণ। তাই নিজের প্রতিশোধ হতে নেওয়ার আগে সে অন্য কিছু ভাবতে পারেনা। কিন্তু এতে যে ক্ষতিটা আসলে তারই হয় সেটা সে কখনো ভাবে না।

 2 days ago 

এই পৃথিবীতে আমরা সবাই চেষ্টা করি নিজের মতো করে ভালো থাকার জন্য। কেউ কারো ক্ষতি করলে সব সময় সবাই চেষ্টা করে সেই ক্ষতিই করার জন্য। কিন্তু আমরা যদি সেই ক্ষতির প্রতিদানে তাকে ভালোবাসিতাহলে হয়তো বা তার ভেতর একটু অনুশোচনা হবে এটা ঠিক বলেছেন দাদা। আসলে ভালোবাসা ও সুন্দর ব্যবহারের মাধ্যমে সবকিছুই জয় করা যায়। বাস্তব সম্মত কিছু লেখা লিখেছেন পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ দাদা পোস্টটি শেয়ার করার জন্য।

 2 days ago 

অনেক মানুষ রয়েছে আঘাত সহ্য করতে পারে না সাথে সাথে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে। আমার কথা একজন ভুল করবে তাই বলে আরেকজন কেন ভুল করতে পা রাখবে। তাই নিজের মাথা ঠান্ডা রেখে এমন ভালো আচরণ করতে হবে যেন খারাপ মানুষ খারাপ পথ থেকে বিরত হওয়ার সুযোগ পায়। তাই আমি মনে করি ভুল পথে চলা মানুষদের শুধরাতে ভালোবাসা প্রয়োজন।

 2 days ago 

আমার আম্মু সব সময় এ কথাটি বলে,কে কি করলো তার দরকার নেই।তুমি তাদের মতো করবে না।অর্থাৎ আমাকে কেউ কষ্ট দিলে,আঘাত করলে আমি যেনো তেমন কিছু না করি তাদের সাথে।আপনার পোস্ট পড়ে এই বিষয়টি বুঝতে পারলাম।মানুষ আঘাত দিলে আমি যেনো ভালোবাসা দিয়ে তাদের সামনে দাঁড়াই।তাতে কষ্ট দেয়া মানুষের মনে অনুশোচনার জন্ম হয়ে সেই মানুষটি ভালো হয়ে যেতে পারে।

 2 days ago 

আপনি অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমাদের সব সময় মাথায় রাখতে হবে প্রতিপক্ষকে কখনো আঘাত করে প্রতিশোধ নেওয়া ঠিক নয়। কারণ এতে আরও শত্রুতা সৃষ্টি হবে। চেষ্টা থাকতে হবে প্রতিপক্ষকে বোঝানোর। অথবা তার সাথে ভালো বিনয়ী আচরণ করে সঠিক পথে নিয়ে আসা। এতে দেখা যায় একটা সময় ভালো পরিবেশ তৈরি করা সম্ভব।

 2 days ago 

আঘাতের প্রতিদান ভালোবাসা দিয়ে দেওয়াটা সবচেয়ে মধুর প্রতিশোধ গুলোর মধ্যে একটি। আসলে আঘাতের প্রতিদান ভালোবাসা দিয়ে অনেকে দেয় না। কিন্তু এটি হচ্ছে সবচেয়ে মধুর এবং হৃদয়ের প্রশান্তির প্রতিশোধ। মানবিক হৃদয়ের মানুষ কখনো প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে না‌ । অনুশোচনা করার বা, ক্ষমা করার সুযোগ দেয়া উচিত। ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর বিষয় শেয়ার করার জন্য।

 2 days ago 

1000025290.png

1000025289.png

1000025287.png

1000025286.png

 21 hours ago 

আপনার পোস্ট টা পড়ে কাজী নজরুল ইসলামের একটা লাইন আমার মনে পড়লো

যে আমাকে দিয়েছে বিষে ভরা বান
আমি তাকে দেয় বুকভরা গান।

কেউ আমাদের ক্ষতি করলে তারও ক্ষতি করব সত্যি এমনটা করা উচিত না। তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য টা কোথায় থাকল ভাই। সুন্দর লিখেছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 95506.30
ETH 2587.46
USDT 1.00
SBD 2.62