জাতীয় পতাকার প্রতি সম্মান।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ জাতীয় পতাকার সম্মান সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
[AI]
এই পৃথিবীতে আমরা যতগুলো দেশে বসবাস করি না কেন সব দেশের কিন্তু আলাদা আলাদা জাতীয় পতাকা থাকে। আর আমরা আমাদের দেশকে মাতৃভূমি মনে করি বলে আমরা কিন্তু আমাদের দেশকে আমাদের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। ঠিক তেমনি আমরা আমাদের জাতীয় পতাকাকে অবশ্যই সম্মান করি এবং এই জাতীয় পতাকার জন্য আমরা যে কোন কিছু করতে রাজি আছি। আসলে প্রত্যেক দেশের উচিত তাদের নিজেদের দেশের পতাকাকে সম্মান করা এবং সর্বোচ্চ স্থানে রাখার জন্য। আসলে যে দেশ তাদের নিজেদের জাতীয় পতাকাকে সম্মান করতে পারে না তারা কখনো অন্যান্য দেশের পতাকাকে এবং অন্যান্য দেশের ঐতিহ্যকে কখনো সম্মান করতে পারে না।
একটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যদি আমাদের নিজেদের দেশের পতাকাকে সম্মান করতে জানি তাহলে কিন্তু আমরা অন্য দেশের পতাকাকে সম্মান করতে পারব। কেননা যে নিজের মাতৃভূমিকে ভালোবাসে না সে কি করে অন্যের মাতৃভূমিকে ভালবাসবে এটা একটা চিন্তার বিষয়। আসলে ছোটবেলা থেকে আমরা যখন সর্বপ্রথম স্কুলে ভর্তি হয়েছিলাম তখন কিন্তু সেই সকাল বেলায় পতাকা উত্তোলনের মুহূর্তটা আমাদের জীবনে সবথেকে একটা অবিস্মরণীয় মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ছোটবেলায় যদিও তেমন কোনো জ্ঞান বোধ ছিল না তবুও কেন জানি যখন জাতীয় পতাকা উত্তোলন করা হতো তখন আমাদের একটা আলাদা ধরনের অনুভূতি হত। আসলে এই অনুভূতিগুলো কখনো বলে বোঝানোর উপায় নেই।
তাইতো আমরা যে দেশেই বসবাস করি না কেন সব সময় নিজেদের পতাকাকে অবশ্যই সম্মান করবো এবং অন্য দেশের পতাকাকে অবশ্যই সম্মান একই সাথে করবো। কেননা এই পৃথিবীতে মানুষ খারাপ হলেও সেই দেশের ঐতিহ্য এবং পতাকার সম্মান কখনো নিচু হতে পারে না। একটা দেশের ঐতিহ্য এবং সম্মানে যদি আমরা কখনো আঘাত হানি তাহলে সেই দেশের মানুষগুলো যে কতটা বেশি কষ্ট পাবে তা আমরা কখনো বুঝে উঠতে পারবো না। কেননা সেই বোধ আমাদের ভিতরে কখনো জাগ্রত হবে না। বিশেষ করে যারা শিক্ষিত শ্রেণীর লোক তারা যদি এই ধরনের কাজকর্ম করে তাহলে এই বিষয়টা সত্যি একটা চিন্তার বিষয়। কেননা অশিক্ষিত লোকেরা কোন কাজ করলে সেটি আমরা কিন্তু মনকে বোঝাতে পারি।
তাইতো এমন কোন কাজকর্ম না যাতে করে আমাদের জন্য অন্যান্য দেশের কাছে নিচু হতে হয়। কেননা দু একজন মানুষের জন্য কিন্তু আমাদের দেশের সব মানুষের নাম খারাপ হয়। তবুও একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে যা কিছুই হয়ে যাক না কেন আমরা কিন্তু কখনো আমাদের জাতীয় পতাকাকে অসম্মান করবো না এবং এই জাতীয় পতাকাকে যদি কেউ অসম্মান করে তাহলে সেই ব্যক্তিদের জন্য আমরা সেই দেশের সব লোককে কখনো খারাপ বলবো না। যদিও একজন খারাপ লোক কখনো দেশের ভালো চায়না এবং সব সময় চেষ্টা করে যে অন্য দেশের কাছে নিজেদের দেশকে কি করে ছোট করা যায়। তাইতো মানুষের এই নোংরা মন মানসিকতার থেকে বের হয়ে এসে সবার জাতীয় পতাকাকে সম্মান করা উচিত।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
যারা অন্য দেশের জাতীয় পতাকাকে অবমাননা করে, সম্মান করে না, আমি নিশ্চিত তারা নিজ দেশের পতাকাকেও সম্মান করতে জানে না । তারা মানুষ নয়, অমানুষ।জাতীয় পতাকার প্রতি সম্মান শিরোনামে আপনার আর্টিকেলটি আমার ভালো লেগেছে। আসুন সবাই নিজ নিজ দেশের পতাকার পাশাপাশি অন্য দেশের জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার মত আমার একই অবস্থা। যখন স্কুলে যেতাম সোনার বাংলা পড়ার পরে জাতীয় পতাকা উত্তোলন করা হতো তখন গায়ের লোমগুলো একদম কাটা দিয়ে যেত। মনের মধ্যে বেশ আনন্দের একটি অনুভূতি কাজ করতো। আমাদের এমন করা উচিত নয় কারো দেশের পতাকাকে অবমাননা করা। এটি খুবই ঘৃণিত একটি কাজ। এমন কাজের জন্য অনেক বেশি নিন্দা জানাই। আবার স্বাভাবিকভাবে বাংলাদেশ ভারতের সুন্দর সম্পর্ক গড়ে উঠুক। সবার একটি কামনা দুই দেশের সম্পর্ক যেন সব সময় ভালো থাকে।
দাদা আজও পতাকা উত্তোলন করলে আর বন্দেমাতরম বললে অনুভূতি আলাদাই হয়। এ আমার দেশের প্রতি আবেগ, অস্বাভাবিক নয়। তেমনি সমস্ত দেশের নাগরিকদেরও এই আবেগ থাকবে৷ কাউকে অপমান করে আমরা কিভাবে এগোতে পারি? খুব সুন্দর আলোচনা করেছেন।