You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৭২
আমার বিষন্নতার ঘন কালো মেঘে
ঢেকে আছে পুরো আকাশ।
হয়তো নিরবতায় ঝরবে এক্ষুনি
আছে বিরহের যত আবাস।
স্মৃতির স্মরণে মনের গভীরে
স্নিগ্ধ এই হাওয়ায় যেন বেজে উঠে
প্রিয়তমার প্রতিধ্বনি ।
প্রানে জেগেছে উচ্ছ্বাস ,জুড়েছে নীড়ে ফেরা
বিমোহিত পাখিদের কলরব।