কবিতা :- " বৃষ্টির বারিধারা "

in আমার বাংলা ব্লগlast month

1000001832.jpg

হ্যালো প্রিয় বন্ধুরা ,

আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, কি অবস্থা সবার? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার ভালো এবং সুস্থ থাকার কামনা রাখি। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। আজকে আবারো নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কবিতা পড়তে এবং লিখতে দুটোই আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি অন্যের কবিতা মনোযোগ দিয়ে পড়ি এবং নিজেও গুছিয়ে লিখতে চেষ্টা করি। সত্যি বলতে বিশেষ করে কবিতা লেখার অনুভূতিটা আমার কাছে বেশি ভালো লাগে। আমি মনে করি কবিতা লেখাটাও একটা অনুভূতির ব্যাপার। যেটা হয়তোবা সবার পক্ষে সম্ভব না। আমি যদিও মাঝেমধ্যেই লেখালেখি করার চেষ্টা করি। তবে যখনই সময় সুযোগ পাই আমি কবিতা লিখতে বসে পড়ি। কিন্তু কতটুকু সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারব সেটা জানি না। তবে আজকে আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করতে যাচ্ছি। আশা করবো আমার লেখা আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

বৃষ্টি হলো প্রকৃতির অফার এক দান।তীব্র প্রতীক্ষার পর যখন আকাশে ঘন কালো মেঘ দেখা যায় তখন জনমনে বৃষ্টির উচ্ছ্বাস জেগে ওঠে। বৃষ্টির সময় পানিতে থই থই করে চারদিক। যেখানে সেখানে জমে থাকে পানি। বৃষ্টির দারুন দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। বর্ষা দিনে হঠাৎ হঠাৎ করেই নামে ঝমঝমিয়ে বৃষ্টি। টানা বৃষ্টিতে মানুষ বাইরেও বের হতে পারে না। ঘরে বদ্ধ থেকে জানালায় বসে বৃষ্টি উপভোগ করার মজাটা অন্যরকম। কখনো কখনো জড়ো হওয়া বয়ে যায়। তখন গাছপালা ঘরবাড়ির অনেক ক্ষয়ক্ষতি ও হয়। তবে যাই হোক বৃষ্টির শুরু হলেই চারদিকে সারা পড়ে যায়।

তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আমার স্বরচিত কবিতাটি :-

"বৃষ্টির বারিধারা"

নীল আকাশে জমেছে আজ
ঘন কালো মেঘ,
এই বুঝি তবে নামবে আজ
ঝমঝমিয়ে বারিধার বেশ।।

টুপটাপ বৃষ্টি ফোঁটা
পড়ছে অনবরত,
চারিদিকে দেখো চেয়ে
জমেছে জল কত!

বাদলা দিনে এই বারিধারা
দেখতে চমৎকার,
যখন তখন হয়ে অন্ধকার
বৃষ্টি নামে হঠাৎ।

বৃষ্টি এলো ঝমঝমিয়ে
বের হওয়া যে দায়,
আজ তবে দেখবো বৃষ্টি
তাকিয়ে জানালায়।

দমকা হওয়ার প্রবল বেগে
নড়ছে গাছের মগডাল,
কারো আবার উড়ে গেল
কুঁড়েঘরের চাল।

ঝমঝম এই বৃষ্টিতে আজ
পাখিরা হারিয়েছেন নীড়,
তব বৃষ্টি দেখে খুশিতে আজ
জমেছে উজান মাছের ভীড় ।

বৃষ্টি এলো বৃষ্টি এলো
সাড়া পড়েছে গাঁয়,
পুকুর নদী ভরাট হলো
এই প্রবল বারিধারায়।।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
লেখক@nigarjebin
লোকেশনফেনী

আমার পরিচয়

আসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।শুরুতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি নিগার সুলতানা জেবিন, আমার Steemit ব্যবহারকারী আইডি - @nigarjebin। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরেই অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি।আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নৃত্য নতুন জায়গা ভ্রমন করতে আমার খুব ভালো লাগে। আমি লেখালেখি এবং বিভিন্ন কারুকাজ করতে ও খুবই পছন্দ করি। আর আমার অন্যতম শখ হলো রান্না করা । প্রতিদিন নতুন কোনো না কোনো রেসিপি বানাতে আমি আনন্দ পাই।

ধন্যবাদ আমার পোস্টটা ভিজিট করার জন্য

বাংলা আমার মুখের ভাষা

Logo-1.png

Banner.png

Sort:  
 last month 

আপনি সত্যি বলেছেন আপু বৃষ্টি হলো প্রকৃতির অনেক সুন্দর সৃষ্টি। আপু আপনার স্বরচিত বৃষ্টির বারিধারা কবিতাটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে। যখন বৃষ্টি নামে জানালা দিয়ে সেই বৃষ্টি তাকিয়ে দেখতে দারুণ লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

এই প্রচন্ড গরমের মধ্যে বৃষ্টি আমাদের কে অনেক টা স্বস্তি দেয়। বৃষ্টির মাধ্যমে গরম পরিবেশ বেশ ঠান্ডা হয়ে। আপনি আজকে বৃষ্টির বারিধারা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি কবিতার লাইন গুলো সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।

 last month 

অসাধারণ কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে খুবি ভাল লেগেছে আমার। কবিতা ভাষা অসাধারণ ছিলো। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ হয়েছে।

টুপটাপ বৃষ্টি ফোঁটা
পড়ছে অনবরত,
চারিদিকে দেখো চেয়ে
জমেছে জল কত!

বাদলা দিনে এই বারিধারা
দেখতে চমৎকার,
যখন তখন হয়ে অন্ধকার
বৃষ্টি নামে হঠাৎ।

 last month 

ঠিক বলেছেন আপু কবিতা লেখার অনুভূতি সব সময় সবার আসে না। আবার কবিতার অনুভূতিগুলো যখন আসে তখন সুন্দর কবিতা লেখা যায়। আজকে বৃষ্টিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। প্রচন্ড গরমের পর যখন বৃষ্টির পরে তখন অন্যরকম ভালো লাগা কাজ করে। যাই হোক আপনার কবিতার প্রতিটি লাইন খুব ভালো লেগেছে আমার কাছে।

 last month 

অনেকটা সময় তীব্র গরম সহ্য করার পরে যখন আকাশে কালো মেঘের দেখা পাওয়া যায় তখন নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এই ভালো লাগাটা সবথেকে বেশি তখনই লাগে যখন বৃষ্টি হয় বৃষ্টির সময় চারিদিকে পানিতে জমে ওঠে। বৃষ্টিতে ভিজতে অনেকেই অনেক বেশি পছন্দ করে, খুবই সুন্দর একটা কবিতা আপনি আমাদের মধ্যে শেয়ার করেছেন বৃষ্টির বাড়ি ধারা এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

জানালার পাশে বসে বৃষ্টি উপভোগ করতে সত্যিই অনেক বেশি ভালো লাগে। বৃষ্টিকে কেন্দ্র করে বৃষ্টির বারিধারা কবিতাটি দারুন ভাবে লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু।

 last month 

বৃষ্টিকে ঘিরে আপনারা লেখা আজকের এই কবিতা খুবই ভালো লেগেছে আমার। অনেক সুন্দর হয়েছে আপনার লেখা কবিতা। বেশ দারুণভাবে কবিতার প্রত্যেকটা লাইন লিখেছেন আপনি। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল।

 last month 

আপু আপনি কিন্তু খুবই ভালো কবিতা লিখেন। আপনি অন্যের কবিতা গুলো মনোযোগ দিয়ে পড়েন শুনে ভালো লাগলো। কবিতা লেখার দক্ষতা আর প্রতিভা আপনার মাঝে আছে আপু। বৃষ্টি নিয়ে আপনি খুবই চমৎকার কবিতা লিখেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56608.36
ETH 2976.28
USDT 1.00
SBD 2.15