আসলে পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছেন, যাদের নিঃস্বার্থ ভালোবাসা ও সহায়তায় সমাজ টিকে আছে। তারা রক্তের সম্পর্কের বাইরেও মানুষের প্রতি দায়িত্ববোধ দেখান এবং বিনিময়ে কিছু আশা না করেই সাহায্য করেন। তবে দুঃখজনকভাবে, অনেক সময় আমরা তাদের গুরুত্ব দিই না, যা তাদের কষ্ট দেয়। তবুও, তারা মানুষের উপকার করা বন্ধ করেন না।