স্বার্থপরতা ও মানবতার অভাব বর্তমানে অহরহর। যেদিকে যাই এই সমস্যার সম্মুখীন হতে হয়।মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। আর অন্যের উপকার তো দূরে থাক নিজের স্বার্থ নিয়েই সে ব্যস্ত থাকে। তবে মানুষ যদি এভাবে স্বার্থপর হতে থাকে এই পৃথিবী অচিরেই ধ্বংস হবে। আর সবাই যদি স্বার্থপরতা ছেড়ে মানবিক হয় তাহলে হয়তো সব কিছু আরো সুন্দর হবে।ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সব সময়।