RE: বাংলাদেশের গ্রামে পুজোর শপিং
দাদা প্রথমেই আপনাকে অনেক অনেক স্বাগতম জানাই। বাংলাদেশে এসেছেন এটা জেনেই কেমন যেন ভালোলাগা কাজ করছে। যদিও যেখানে রয়েছেন সেখান থেকে আমরা অনেক দূরে হতে পারি। তবে একই দেশে আছি এটা ভাবতেও ভালো লাগছে। তবে দাদা আপনার ব্লগটা পড়ে হাঁসতে হাঁসতে অবস্থা শেষ। বিশেষ করে বাংলাদেশের স্ট্রিট ফুড খাওয়ার যে শখটা ছিল সেটা মনে হয় দ্বিতীয়বার ঘটবে কিনা জানিনা।কারণ একবার খেয়েই পেট মোচড় দেওয়া শুরু করেছে। আসলে দাদা স্ট্রিট ফুড গুলো দেখতে খুব আকর্ষণীয়। কিন্তু এগুলো ভাজা পোড়ার জন্য যে তেল ইউজ করা হয় সেগুলো ভালো কোন তেল নয়। যাইহোক গ্রাম্য বাজারে টি-শার্ট, বৌদির জন্য শাড়ি, বাকিদের জন্য আরো কেনাকাটা ভালই চলছিল তাহলে। তবে আপনার পরিচিত ব্র্যান্ড এর শার্ট টি সেখানে পেয়েছেন এটি জেনে খুব ভালো লাগলো। আর রাত্রিবেলায় হাঁসের মাংস খেয়েছেন যেটা আমার খুবই প্রিয়। অনেক অনেক ধন্যবাদ দাদা বাংলাদেশ ভ্রমণের পরবর্তী পোস্টগুলো দেখার অপেক্ষায় রইলাম।