কনক এর নাম শুনে প্রথমদিকেই ভেবেছিলাম হয়তো আপনার সাথে তার দেখা হয়েছে অথবা খুব সুন্দর একটা সময় কাটিয়েছেন। কিন্তু পরক্ষণে যখন জানতে পারলাম আত্মহত্যার বিষয়টি তখন সত্যিই বেশ খারাপ লেগে উঠলো। আত্মহত্যা যদিও মহাপাপ কিন্তু যারা আত্মহত্যা করে তাদের অনেকের মধ্যেই হতাশা বিষয়টা অনেক বেশি গেঁথে যায়। তবে আত্মহত্যাই যে সমস্যার শেষ সমাধান নয় সেটা হয়তোবা তাদের মাথায় তখন কাজ করে না। চেনা সাংবাদিকের পোস্টে সেই চিরচেনা মুখটা দেখে আপনি যেরকম ব্যথিত হয়েছেন ঠিক তেমনি আমিও ব্যথিত হলাম তার ছোট দুটো বাচ্চার কথা শুনে।
মূলত আমারো বেশি কষ্ট লাগছে ওর দুটো ছোট বাচ্চার জন্য।