You are viewing a single comment's thread from:
RE: শুটকি দিয়ে কাঁঠালের বিচি ও কচুর লতির রেসিপি || Bengali Recipe by @hafizullah
তারমানে বাসার মালিক রা লোকাল বাসের মতো, যাত্রী উঠানোর সময় আসেন আসেন বলে বাস এ ঢুকায়, আর ভাড়া কাটার পর জায়গা আসলে ধাক্কা দিয়ে নামাইয়া দেয়। যাই হোক অনেক খারাপ লাগলো আপনার বাসার মালিকদের আচরণ টা দেখে। সত্যি বলতে আপনি বলেছিলেন ভাড়াটিয়াদের জন্য একটা সংগঠন রয়েছে, আসলে এই রকম অসংখ্য সংগঠন রয়েছে, তবে এর কার্যকারিতা কতটুকু সেটাই আসলে মুখ্য বিষয়। আপনার পোস্টের মাধ্যমে বুঝতে পারলাম ঢাকা শহরে অধিকাংশ ভাড়াটিয়া সুখে নাই, বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি রয়েছে। যাই হোক আজকে যে শুটকি দিয়ে কাঁঠালের বিচি ও কচুর লতির যে রেসিপিটি করেছেন অনেক ভালো লেগেছে। তবে অনেকে রয়েছে কাঁচা মরিচ গোটা দিয়ে দেয়। তবে আপনি মাঝখানে স্লাইড করে কেটে নেওয়াতে কাঁচামরিচের ঝাল গুলো তরকারিতে সমভাবে ছড়িয়ে যাবে এবং এভাবে অনেক সুস্বাদু হয়ে থাকে ধন্যবাদ আপনাকে।