দাদা সেদিন আপনার আর হাফিজ ভাইয়ের এই কবিতার কিছুটা অংশ দেখেছিলাম। তবে ব্যস্ততার কারণে বেশিক্ষণ সময় দিতে পারিনি চলে গিয়েছি বাইরে। আজকে দুজনের পুরো কবিতার লিস্ট দেখতে পেলাম।ভারত পাকিস্তান যখন খেলা হয় বা ভারত পাকিস্তানের খেলা যেমন জমে উঠে,মানে কারো থেকে কেউ কম না। তেমনি আপনারা ও জমা জমির একটা আসর ঘটিয়েছেন, এবং সেটি আজকে আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে অনেক বেশি আনন্দিত, এবং পড়তে পড়তে অনেক মজা করলাম ধন্যবাদ।
Thank You for sharing Your insights...