স্বরচিত কবিতাঃ সুখের দোলা।

in আমার বাংলা ব্লগ6 days ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1738722602894.png

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ সুখের দোলা।

লিখেছি আমি : @nevlu123

তুমিহীন আমার নীল আকাশ,
হয়ে যায় আধার কালো।
তুমিহীন আমার কোন কিছু,
লাগে না যে ভালো।

তুমিহীন আমার মনের আকাশে,
উঠে যেন মরুর ঝড়।
তুমিহীন হৃদয় আমার,
করে থরো থর।

তোমার ছোঁয়ায় বাঁচি আমি,
তোমার ছোঁয়ায় ওগো মরি।
তোমার তরে যত চাওয়া,
তোমার তরেই যেন গড়ি।

তোমার মনের মনিকোঠায়,
সদাই আমি থাকতে চাই।
এ জীবনে আপন করে,
ওগো তোমায় যেন পাই।

বিকেলের ঐ গোধূলি লগ্ন,
হয়ে যাবে মোর বৃথা।
তুমিহীনা মন্ডা মিঠাই,
সবই লাগে যেন তিতা।

তোমার আবাস আমার মনে,
দেয় সুখের দোলা।
তোমায় কাছে পেলে আমি,
হই যে আত্মভোলা।



কবিতার মর্ম কথা

প্রিয় মানুষ কাছে থাকলে সব সময় মনের মাঝে ভালো লাগা কাজ করে। প্রিয় মানুষ যখন দূরে থাকে তখন অনেক খারাপ লাগে। আর আমি মনে করি এটাই বাস্তবতা আর এটাই হওয়া উচিৎ। আজকে তাই এমনই কিছু অনুভূতি এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি। আর আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
***

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

🙏🙏💞🙏.

 6 days ago 

Screenshot_20250205-084748_Chrome.jpg

Screenshot_20250205-084851_Chrome.jpg

 6 days ago 

এরকম কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আর এরকম বিষয়গুলো নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর লাগে পড়তে। তেমনই আপনিও অনেক সুন্দর একটা অনুভূতি নিয়ে সুখের দোলা কবিতাটি লিখেছেন। যা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটা টপিক নিয়ে সুখের দোলা কবিতাটি লেখার জন্য।

 yesterday 

চেষ্টা করেছি সুন্দর টপিক নিয়ে লেখার জন্য ধন্যবাদ।.

 6 days ago 

প্রিয় মানুষকে ঘিরে চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। প্রিয় মানুষটিকে ঘিরে আমাদের কল্পনার শেষ নেই। সুখের দোলা কবিতাটি আমার কাছে চমৎকার লাগলো। প্রিয় মানুষকে কাছে পেলে জীবনে সুখের দোলা দেয় আর সেই মানুষটি দূরে চলে গেলে আফসোস থেকে যায়। প্রিয় মানুষকে নিয়ে লেখা সুন্দর এখন অনুভূতির কবিতা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো।

 yesterday 

সুন্দর ও সাবলীল গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।.

 6 days ago 

খুব সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতা গুলো সব সময় খুব সুন্দর হয়। আজকেও দারুন একটা কবিতা লিখেছেন। বেশ ভালো লাগলো পড়ে। কবিতার নামটাও খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 yesterday 

অসাধারণ মন্তব্য করেছেন আপু।ধন্যবাদ আপনাকে যথাযথ মন্তব্য করে পাশে থাকার জন্য।.

 6 days ago 

আমার কাছে সব সময় অনেক ভালো লাগে আপনার লেখা কবিতা গুলো পড়তে। খুবই সুন্দর একটা কবিতা আপনি আজকে লিখেছেন। আপনার লেখা এই কবিতার প্রতিটা লাইন অনেক সুন্দর ছিল। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে সেগুলো পড়তে একটু বেশি পছন্দ করে আমি। অনেক সুন্দর অনুভূতি নিয়ে লিখেছেন পুরোটা।

 yesterday 

ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে সব সময় এভাবেই সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।

 5 days ago 

ভাইয়া আপনি সবসময় চমৎকার কবিতা লিখেন। আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।সুখের দোলা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে প্রিয় মানুষ যখন পাশে থাকে সবকিছু ভালো লাগে। আর প্রিয় মানুষ না থাকলে মনে মধ্যে কষ্ট বা দুঃখ থাকে। সুন্দর ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 yesterday 

অনেক অনেক ধন্যবাদ সুন্দর সাবলীল মন্তব্য করার জন্য ভালো থাকবেন সবসময় এই কামনা করছি।।

 3 hours ago 

তুমিহীন আমার নীল আকাশ,
হয়ে যায় আধার কালো।
তুমিহীন আমার কোন কিছু,
লাগে না যে ভালো।

ভালোবাসার মানুষ পাশে না থাকলে পৃথিবীটা মনে হয় যে অন্ধকারে ছেয়ে গিয়েছে। এককথায় বলতে গেলে, ভালোবাসার মানুষ পাশে না থাকলে কিছুই ভালো লাগে না। যাইহোক কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 96998.94
ETH 2666.65
SBD 2.80