স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।
আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।
আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।
তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
পৃথিবীটা বড়ই ছোট,
আজ আছি তো কাল নেই।
তবুও মানুষে মানুষে হিংসা বিভেদ।
তবু অরাজকতা অমানবিকতা।
একরাশ শান্তির খোঁজে,
সবাই যেন দিশেহারা।
অনু কবিতা-২
রংচটা শহরটা তোমারই থাক।
অন্ধকারে আমার দিন,যাক বয়ে যাক।
নিরুদ্দেশ হয়ে আমি হারাই যেথায় সেথায়।
ভালো থেকো ভালো রেখো নিজ কাপেলায়।
অনু কবিতা-৩
শূন্যতা তৈরি হয় মনের ব্যথার ছলে।
পূর্ণতা পায় সে,ধাক্কা খেয়ে খেয়ে।
হরদম গতিতে হাটতে যখন শেখে,
শত ব্যথা কষ্ট তখন হয়ে যায় ফিকে।
অনু কবিতা-৪
আমি কল্পনায় হারাই বহুদূর।
যেথায় পাখিরা ডাকে করে সুমধুর।
আমি অজানা পথে হেটে যাই।
মাঝে মাঝে আমি আবার শূন্যতায় হারাই।
অনু কবিতা-৫
নির্মমতার শেকলে বাঁধা জীবন,
ইচ্ছে হলে উড়ে যাওয়া বারণ,
পিছুটান যেন আকড়ে ধরে ভীষণ,
শেষ জীবনের কোনো নেই আয়োজন।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোস্টের ধরণ | অনু কবিতা |
আপনার আজকের অনু কবিতা গুলোর প্রতিটি অনু কবিতা আমার কাছে দারুন লেগেছে। মনে হচ্ছে আপনি বেশ মন দিয়ে প্রতিটি কবিতা শেয়ার করেছেন। এমন সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
https://x.com/Nevlu123/status/1870296079746641994
চমৎকার কিছু কবিতা শেয়ার করেছেন কবিতার লাইনগুলো খুবই দারুণভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। প্রতিনিয়ত আপনার লেখা কবিতা পড়ার চেষ্টা করি, আপনি সুন্দর লিখেন শুভকামনা রইল আপনার জন্য।
ভাইয়া আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর স্বরচিত কবিতা শেয়ার করেন। আপনার কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। বিশেষ করে ১ নাম্বার অনু কবিতা টি দারুণ হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
খুবই সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আপনার অনু কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর সুন্দর অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
বেশ চমৎকার লিখেছেন , ছোট ছোট অনুকবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো ৷ প্রত্যেকটা কবিতা এবং কবিতার লাইন দারুণ লিখেছেন ৷ কবিতা গুলো বারবার পড়ার ইচ্ছে করছে ৷ খুবই সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু অনুকবিতা শেয়ার করার জন্য ৷
এক কথায় চমৎকার ছিল আপনার লেখা প্রতিটা অনু কবিতা। আপনার অনু কবিতা গুলো যত পড়ছিলাম, আমার কাছে ততই ভালো লাগছিল। অনেক সুন্দর সুন্দর টপিক নিয়ে লিখেছেন অনু কবিতা গুলো। আপনি এত সুন্দর কবিতা লিখে থাকেন যে, কবিতা গুলো পড়লে মনটা ভালো হয়ে যায়।
আমি প্রায় খেয়াল করে থাকি আপনি অনেক সুন্দর কবিতা লিখেন ভাইয়া। আপনার লেখা ছোট ছোট কবিতা গুলো আবৃত্তি করলে মন জুড়িয়ে যায়। ঠিক তেমনই আজকের কবিতাগুলো অসাধারণ ছিল।
আপনার আজকের অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। আপনার অনু কবিতার ভাষাগুলো অসাধারণ ছিলো, ছন্দে মিলিয়ে লিখেছেন যার কারণে বেশি ভালো লেগেছে আমার।