স্বরচিত কবিতা আবৃত্তি "(তুমিই আমার সব)"।
আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ-তুমিই আমার সব,।আর আমিই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।
প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।
আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।
কবিতাটির নাম হচ্ছেঃ
তুমিই আমার সব।
আবৃত্তিঃ-
@nevlu123
এই কবিতাটি অনেক বেশি ভালো লাগে আমার। হঠাৎ করে কবিতাটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আমার জীবনের গল্পে ,তুমিই আমার সব।
তোমার গল্পে আবার,আমার কলরব।
একান্ত ভাবে চায় তোমায় ,আমার আমি।
আমার জন্য তুমি যে,অনেক দামি।
বিধাতার এক উপহার,ওগো তুমি।
তোমার নেশায় পাগল,আমার আমি।
থাকো তুমি যতক্ষণ,আমার পাশে।
মনে হয় দেহে আমার,প্রাণ আছে।
থাকো যদি কখনো,আমিহীন দূরে।
সেই সময় টুকুও আমার, হৃদয় পুড়ে।
অজানা এক মায়ায় আমায়,বেধেছো তুমি। তোমার ওই মায়া জালে,থাকতে চাই আমি।
দিনশেষে রাত হয়,পাখিরা যায় নীড়ে।
তুমি শুধু আমারই, শত কোটি মানুষের ভিড়ে। নীরব অন্ধকারে আমার,একটাই চাওয়া। পৃথিবীতে তোমায়,আপন করে পাওয়া।
বাঁচবো যতদিন,এই পৃথিবী জুড়ে।
থাকবো দুজন দুজনাতে,রবোনাকো দূরে।
এই জীবনে আমি শুধু,তোমায় যে চাই।
মরনেও আমি যেন,তোমায় কাছে পাই।
♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣
❣
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিশদ বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোষ্ট | কবিতা আবৃত্তি |
মডেল | M32 |
ফটোগ্রাফার | @nevlu123 |
সম্পাদনা | শুধু সেচুরেশন |
অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
"তুমিই আমার সব" কবিতাটি যে গভীর ভালোবাসা এবং অনুভূতির সাথে রচিত, তা সহজেই পাঠকের হৃদয়ে পৌঁছায়। কবিতায় যে আবেগ এবং নিবিড় সম্পর্কের চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়গ্রাহী। আপনার স্বরচিত কবিতা আবৃত্তি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ভাইয়া।
https://x.com/Nevlu123/status/1883335764899201493
বাহ, প্রিয় মানুষটাকে নিয়ে মনের সব অনুভূতি দারুণভাবে তুলে ধরেছেন। দারুন কবিতা লিখেছেন ভাইয়া। কবিতাটি আপনার কন্ঠে এভাবে রিভিউ করার জন্য আরও বেশি ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা লিখে আপনার কন্ঠে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
এত চমৎকার আবৃত্তি শুনলে খারাপ মনটাও নিমেষের মধ্যেই ভালো হয়ে যাবে। বরাবরই আপনার কবিতা আবৃত্তিগুলো ভীষণ সুন্দর হয়। কেননা আপনার আবৃত্তির মধ্যে এক চমকপ্রদ রয়েছে। তুমি আমার সব নামের কবিতাটিও খুবই সুন্দর করে আবৃত্তি করে শেয়ার করেছেন ভাই। আপনারা আবৃত্তি টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে, ধন্যবাদ।
তুমি আমার সব এই কবিতাটি আবৃত্তি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে আবৃত্তি মাধ্যমে কবিতাটি যেন আরো পূর্ণতা পেয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কবিতাটা তো ভীষণ সুন্দর। যেমন সুন্দর লিখেছেন তেমন সুন্দরভাবে আবৃত্তি করেছেন। আপনার আজকের এই কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে পুরো কবিতা আবৃত্তি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য।
আপনি দেখছি আজকে আপনার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করেছেন । আপনার কন্ঠে এতো সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো।পুরো কবিতা টি একদম দারুন ভাবে আবৃত্তি করার চেষ্টা করেছেন। আশা করছি পরবর্তীতে আমরা আরো খুবই সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি শুনতে পারবো।
আপনার কন্ঠে আবৃত্তি শুনতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন।তুমিই আমার সব কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে আবৃত্তি করতে হলে ধৈর্য ও সাহস দুটো লাগে। এবং আপনি ধৈর্য ও সাহস নিয়ে সুন্দর করে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।