আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮|| শেয়ার করো তোমার শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
প্রতিবারের মতো এবারের প্রতিযোগিতাটিও আমার খুব ভালো লেগেছে।আমি মনে করি সময়োপযোগী একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।সেজন্য আয়োজনকারী শ্রদ্ধেয় এডমিন মডারেটর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদিও শীতকালীন ফুলের প্রতিযোগিতা দেখে কিছুটা ঝামেলায় পড়ে গেলাম।কারণ শীতকালের এতো এতো ফুল রয়েছে তার মাঝে কোন ফুল গুলো শেয়ার করি।
সব সময়ই তো ফটোগ্রাফি করি, আর ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই কোথাও গেলে সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি করি, ওই হিসেবে অসংখ্য ফুলের ফটোগ্রাফি মোবাইলে জমে রয়েছে। তাই চিন্তায় পড়ে গেলাম কোনগুলো না কোনগুলো শেয়ার করবো।অবশেষে চিন্তা করলাম যে যেগুলো আনকমন ফুল বা যেগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না, শীতকালীন ফুলের মধ্যে সে ধরনের কিছু ফুল আপনাদের মাঝে তুলে ধরি। আজকে যে ফুলগুলো শেয়ার করেছি এগুলোর বাইরে অনেকগুলো কমন ফুল রয়েছে।
যেমন নয়ন তারা, গাঁদা ফুল, জবা বিভিন্ন রকমের গোলাপ,পিটুনিয়া,কাটা মুকুট । আরো অসংখ্য কমন ফুল রয়েছে যেগুলো একদমই শেয়ার করিনি। কারণ এগুলো তো সবসময়ই শেয়ার করি তাই ভাবলাম এবারে কিছু ইউনিক ফুল আপনাদের মাঝে তুলে ধরি। তাই আজকের এই পোস্টটি ইউনিক কিছু ফুল দিয়ে গঠন করলাম।হয়তো অনেকেই ফুলগুলো দেখেছেন আবার অনেকেই ফুলগুলো দেখেননি। তাই সবাইকে দেখার সুযোগ করে দিলাম। যাইহোক কথা না বাড়িয়ে চলুন আজকের ফুলের ফটোগ্রাফিতে।
১নং-ফটোগ্রাফি
প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন লিলিয়াম ফুলের ফটোগ্রাফি। ফুলটি দেখতে বাল্বের মত এবং এত চমৎকার একটি ফুল যেটা আমি প্রথমবার দেখেছিলাম। আর এই ফটোগ্রাফি গুলো করেছি মূলত ডিসি পার্ক থেকে। যেটা চট্টগ্রামে সি বিচ ও এয়ারপোর্ট লাইনে খুব সুন্দর একটি জায়গায় অবস্থিত।প্রতিবছর শীতকালে এই ডিসি পার্কে শীতকালীন ফুলগুলো নিয়ে উৎসব হয় ।ফ্যামিলিসহ সেখানে ঘুরতে গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফিটি করলাম।আশা করছি ফুলটি আপনাদের পছন্দ হবে।
২নং-ফটোগ্রাফি
এখন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফুল যার নাম গাজানিয়া রিগেন্স।দেখতে কিছুটা সূর্যমুখী ফুলের মতো হলেও এর ভিন্ন রকম বৈশিষ্ট্য রয়েছে। ভিতরে কালো শ্যাডোর মতো একটি দাগ রয়েছে যেটি দেখতে চমৎকার লাগছে। হলুদ পাপড়ির মধ্যে এই শ্যাডো খুব সুন্দর ফুটে উঠেছে। আর ফুলটি ও দেখতে বেশ চমৎকার। এই ফুলটির ফটোগ্রাফি করেছিলাম ডিসি পার্ক থেকে। যেহেতু ডিসি পার্কে ফুলের উৎসব তাই শীতকালে এই উৎসবে বিভিন্ন রকম ফুলের সমাহার দেখতে পাওয়া যায়।
৩নং-ফটোগ্রাফি
এখন আরো একটি সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে অ্যালিসাম ফুল।এই ফুলের মধ্যে আমার দেখা দুটো জাত আছে। একটি সাদা আরেকটি এই পিংক কালার। যদিও দুটো কালারই খুব সুন্দর, তবে আমার কাছে পিংক কালার টি বেশি ভালো লাগে।এটি নার্সারি থেকে ফটোগ্রাফি করা, নার্সারিতে গেলে শীতকালে সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাওয়া যায়।আশা করছি ফুলটি আপনাদেরও পছন্দ হবে।
৪নং-ফটোগ্রাফি
এখন দেখতে পাচ্ছেন নয়নতারার মতো ফুলের ফটোগ্রাফি। যদিও এটি নয়ন তারা ফুল নয় বরং এ ফুলের নাম হচ্ছে ফুলক্স ফুল।এই ফুলটিরও ফটোগ্রাফি করেছি নার্সারি থেকে। আসলে নার্সারিতে গেলে বিভিন্ন রকম ফুল পাওয়া যায়, সেই হিসেবে ফটোগ্রাফি করে নেই। আশা করছি এই ফুলটি আপনাদের পছন্দ হবে কারণ এটি দেখতে বেশ চমৎকার। আর এই ফুলের মধ্যে তিনটি কালার রয়েছে তাই তিনটি কালারের ফুলই আপনাদের মাঝে তুলে ধরলাম।ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।
৫নং-ফটোগ্রাফি
এখন দেখতে পাচ্ছেন ডালিয়া ফুলের ফটোগ্রাফি। সত্যি বলতে ডালিয়া ফুল কমন হলেও এটি দেখতে বেশ চমৎকার এবং এই ফুলের মধ্যে কয়েকটি জাত রয়েছে। তবে আমি সাদা এবং পিঙ্ক কালারের সমন্বয়ে যে জাতটি রয়েছে সেটার ফটোগ্রাফি তুলে ধরলাম আপনাদের মাঝে। এই ডালিয়া ফুলের ফটোগ্রাফি করেছি গত বছর শীতের সময় ডিসি পার্কে। ফুলটি বেশ কালারফুল এবং চমৎকার লাগছিল, তাই ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আপনারাও পছন্দ করবেন।
৬নং-ফটোগ্রাফি
এখন দেখতে পাচ্ছেন গাজানিয়া ফুলের মধ্যে আরও একটি জাত। আর এ জাতের সাইন্টিফিক নাম হচ্ছে গাজানিয়া লিনিয়ারিস।যদিও দুটি ফুল দেখতে দু'রকম তবে কালারটা কিছুটা একই রকমের।আবার দুটি ফুল দু'রকম বৈশিষ্ট্য বহন করে। আর এগুলো দেখতেও বেশ সুন্দর। এই ফুলের ফটোগ্রাফিটি করেছিলাম নার্সারি থেকে। আর আমি বেশিরভাগ ফটোগ্রাফি নার্সারি থেকে করি। কারণ নার্সারিতে বিভিন্ন রকম ফুল দেখতে পাওয়া যায় যেটা সচরাচর তেমন একটা দেখতে পাওয়া যায় না। যাই হোক আশা করছি আপনাদের ভালো লাগবে।
৭নং-ফটোগ্রাফি
এখন দেখতে পাচ্ছেন সুন্দর ছোট একটি ফুল যার সাইন্টিফিক নাম ন্যাস্টার্টিয়াম ট্রোপাওলাম।ফুলটি কিছুটা দেখতে বাদামের ফুলের মতো।আর পাতাগুলো দেখতে থানকুনি পাতার মত লাগছে ।কিন্তু না এটি একটি সৌন্দর্যময় অন্যতম একটি ফুল।যদি ওই ফুলের নাম আমার এমনিতে জানা নেই, তাই আপনাদের মাঝে সাইন্টিফিক নাম টা শেয়ার করলাম। আশা করি এই ফুলটিও আপনাদের পছন্দ হবে। ভালো লাগলে জানাবেন।
৮নং-ফটোগ্রাফি
এখন দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি এবং ফুলটি দেখতে ভারী সুন্দর। এটার উপরে যখন মৌমাছি বসে রয়েছে তখন আরো বেশি ভালো লাগছিল তাই ফটোগ্রাফি করলাম।সাধারণত ফুলে মৌমাছি থাকবেই। তবে ফুলের উপর যদি মৌমাছি বসে তখন দৃশ্যটি সাধারণ দৃশ্যের চাইতে বিশেষ দৃশ্যে পরিণত হয়। আর এই ফুলটিরও ফটোগ্রাফি করেছি নার্সারি থেকে। সত্যি বলতে এই ধরনের ফুল দেখলে মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যায়। যাই হোক আশা করছি আপনাদেরও ভালো লাগবে ।
৯নং-ফটোগ্রাফি
এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন এ ফুলেরও নাম জানা নেই। তবে ফুলটি বেশ চমৎকার আর এ ধরনের ফুল সচরাচর দেখতে পাওয়া যায় না। এগুলো নার্সারিতে তেমন একটা পাওয়া যায় না। এগুলো বলতে গেলে শীতকালীন আনকমন ফুল এবং খুব কম সংখ্যক নার্সারিতে এ ধরনের জাত দেখতে পাওয়া যায়। কারণ নার্সারিতে বেশিরভাগই কমন ফুল গুলো দেখতে পাওয়া যায়। এ ধরনের আনকমন ফুল খুব কম দেখা যায়। যাইহোক আনকমন কিছু দেখলে অবশ্য ফটোগ্রাফি করতে ভালো লাগে। তাই ফটোগ্রাফি করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
১০নং-ফটোগ্রাফি
এখন দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকার মধ্যে খুবই আনকমন একটি জাত। এ ধরনের জাত সচরাচর দেখতে পাওয়া যায় না। তবে চন্দ্রমল্লিকার মধ্যে অসংখ্য জাত রয়েছে এবং সুন্দর সুন্দর জাত রয়েছে। তবে এই জাতটি আমার কাছে আনকমন মনে হলো। কারণ এটি সচরাচর নার্সারিতে দেখতে পাইনি। তাই আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আর এই ফুলটিরর কালার কম্বিনেশনও বেশ ভাল ছিল। তাই চিন্তা করলাম আপনাদের মাঝে উপস্থাপন করি।
১১নং-ফটোগ্রাফি
আপনারা এখন দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকার আরো একটি জাতের ফটোগ্রাফি । সত্যি বলতে চন্দ্রমল্লিকা তো অসংখ্য জাত রয়েছে এবং প্রত্যেকটা জাতের ফুল দেখতে ভালো লাগে। এটি ফটোগ্রাফি করেছি ভ্যান থেকে। যেখানে অসংখ্য ফুলের চারা নিয়ে যাচ্ছে অন্য জায়গাতে, বিভিন্ন গ্রামে এটা বিক্রি করার জন্য। তখন কুয়াশা পড়ে রয়েছিল ওই ফুলের উপরে। তখনকার ফটোগ্রাফি করা এবং আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।
১২নং-ফটোগ্রাফি
এখন দেখতে পাচ্ছেন অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি। এই ফুলের মতো দুটো জাত বা কালার রয়েছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। উপরে কুয়াশার ফোটা পড়ে রয়েছে। দেখতে ভারী সুন্দর লাগছিল, তাই ফটোগ্রাফি করে নিলাম। আর আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। ফুলের উপরে সাধারণত কুয়াশার ফোটা পড়লে অনেক বেশি ভালো লাগে। ফুল তখন অন্যরকম সৌন্দর্য বহন করে। আশা করছি আমার মত আপনারাও পছন্দ করবেন এ ধরনের ফটোগ্রাফি।
১৩নং-ফটোগ্রাফি
এখন যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন এটিও বেশ চমৎকার একটি ফুল। আসলে এই ফুলটি এত চমৎকার একটি ফুল যেটার পাতাগুলো সরু আকারে এবং দেখতেও বেশ ভালো লাগছে । এই ফুলের মধ্যেও সম্ভবত দুই থেকে তিনটি কালার রয়েছে। তবে এই কালারটি আমার ভালো লাগে এবং এটি ফটোগ্রাফি করেছি আমাদের বাড়ির পাশে একটা নার্সারি থেকে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
১৪নং-ফটোগ্রাফি
এটি হাইব্রিড জাতীয় চন্দ্রমল্লিকার ফুল। এটির কালারটি লাল খয়রি এবং দেখতে ভারী সুন্দর। ফুলটির চারপাশে ব্লার হয়ে এটা ফুলের উপরে ফোকাস পড়াতে দেখতেই সুন্দর লাগছিল। এই ফুলের অনেকগুলো অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করেছি তবে আপনাদের মাঝে শুধু দুটি অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম। আশা করছি আপনাদের পছন্দ হবে।
১৫নং-ফটোগ্রাফি
এখানে আরো একটি চমৎকার ফুলের ফটোগ্রাফি দেখতে যাচ্ছেন যেটার নাম হচ্ছে হেমেরোক্যালিস সিট্রিনা।এই ফুলটি দেখতে হলুদ এবং এই পাতাগুলো দেখতে অনেক চমৎকার লাগছে। ফুলটির আকারও অনেক বড়। সর্বপরি ফুলটির ফটোগ্রাফি করেছি একটি নার্সারি থেকে। আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূরে আর একটি নার্সারি আছে যেখানে শীতকালীন ফুলের ভালো কালেকশন থাকে।সেখানে মাঝে মাঝে ঘুরতে যাই তখন ফটোগ্রাফি গুলো করেছিলাম আর আজকে শেয়ার করলাম আপনাদের মাঝে।
১৬নং-ফটোগ্রাফি
এখন দেখতে পাচ্ছেন রানী গোলাপের ফটোগ্রাফি। কুয়াশার ফোটা যখন গোলাপ ফুলের পাপড়ির উপরে পড়ে তখন অন্যরকম সৌন্দর্য প্রকাশিত হয়।মাঝে মাঝে বিভিন্ন নার্সারিতে ফটোগ্রাফি করতে গেলে এই ধরনের দৃশ্য চোখে পড়ে। আর তখনই ক্যামেরা বন্দি করে ফেলি। এটি একটি নার্সারি থেকে ফটোগ্রাফি করা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশার ফোঁটা গুলো মুক্তার কনার মত বসে রয়েছে গোলাপ ফুলের পাপড়ির উপরে। গোলাপ ফুল সবাই পছন্দ করে, আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। আশা করছি আপনাদেরও পছন্দ হবে।
১৭ নং-ফটোগ্রাফি
এখানে আরো একটি বন্যফুল অথবা আনকমন ফুল আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যেটি দেখতে বন্যফুলের মত হলেও কিন্তু এটা অন্যরকম কোন ফুলের মতই সুন্দর। আর এই ফুলের নাম হচ্ছে সেনা আলতা ফুল।এ ফুল সব জায়গাতে দেখতে পাওয়া যায় না তবে মাঝে মাঝে রোডের আশেপাশে দেখতে পাওয়া যায়। আর ফুল গুলো দেখতে সুন্দর এবং এই ফুল গাছটি একটি ওষুধি সম্পন্ন গাছ। যাই হোক পথের ধারে দেখতে পেলাম তাই ফটোগ্রাফি করে নিলাম আর আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের ও কাজের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ফটোগ্রাফি। |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
সম্পাদনা | রিসাইজ & সেচুরেশন |
আমি ভাবছিলাম ফুলের ফটোগ্রাফি দেখছি না কোন আর্ট গ্যালারিতে আমি রয়েছি। পরে ভালো করে খেয়াল করে দেখলাম চমৎকার জীবন্ত কিছু ফুলের ফটোগ্রাফি যা আপনি আজ আপনার দুর্দান্ত ফটোগ্রাফির সাথে আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও ফুলের নাম গুলো পড়তে গিয়ে দাঁত নরে গেছে হিহিহি😁। তারপরেও আমি মুগ্ধ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে।অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Nevlu123/status/1881514131221807306
ভাইয়া সবগুলো ফুলের ফটোগ্রাফি বেশ সুন্দর। আসলে ফুল মানেই সুন্দর। ভাইয়া এত সুন্দর সুন্দর ফুল সামনে থাকলে আর কি লাগে।আপনার জন্য শুভ কামনা রইলো।ধন্যবাদ
প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। খুবই মনোমুগ্ধকর দেখতে শীতকালীন বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করলেন আপনি প্রতিযোগিতা উপলক্ষে। যে ফটোগ্রাফি গুলো দেখে আমি তো চোখ পড়াতে পারছিলাম না। প্রত্যেকটা ফটোগ্রাফি সত্যি খুব ভালো লেগেছে।
কনটেস্টে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি ভাই। কনটেস্ট উপলক্ষে একদম মনের মত একটি পোস্ট সাজিয়েছেন। কোন ফুলটা রেখে কোনটার প্রশংসা করব নিজেই ভুলে গিয়েছি। মোটকথা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি একদম ছানাবড়া করে দিয়েছে আমার চোখ। ভীষণ সুন্দর হয়েছে ভাই। তবে স্পেশালি চন্দ্রমল্লিকা এবং গোলাপ ফুল এই দুটি ভীষণ ভালো লেগেছে।
প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার সব কটি ফটোগ্ৰাফি দেখার মতো ছিল। বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে গোলাপ ফুলের ফটোগ্রাফিটি। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
প্রত্যেকটা ফুলই দেখেছি তবে তার যে এমন কঠিন কঠিন নাম তা আগে জানতামই না। ভাগ্যিস আপনি পোস্ট করলেন এবং জানলাম কিন্তু কথা হচ্ছে কতগুলো নাম মনে রাখতে পারব সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এতগুলো ছবির মধ্যে সবথেকে দারুণ এবং চমৎকার ছবি হয়েছে কিন্তু ওই জল ছিটানো গোলাপের। আমার চোখে কিন্তু ওটাই লেগে রয়েছে।
ভাগ্যিস প্রতিযোগিতার আয়োজন ছিল তাই কি সুন্দর সুন্দর ছবি আপনি শেয়ার করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে আমি অনেক শুভকামনা জানাই। আশা করি ফলাফল খুবই ভালো হবে।
বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী দিয়ে শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করেছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী একদম মনোমুগ্ধকর ছিল। ফটোগ্রাফি গুলো দেখতে একদম অসাধারণ লাগছে। ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফি ধারণ করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।