স্বরচিত কবিতাঃ স্বার্থের দুনিয়া।

in আমার বাংলা ব্লগlast month

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1741365411287.png

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ স্বার্থের দুনিয়া।

লিখেছি আমি : @nevlu123

স্বার্থের কারণে মানুষ বদলায়,
আপনজনও দূরে সরে যায়।
যেখানে লাভ, সেখানেই তারা,
ভালোবাসা শুধু মুখের বারতা।

স্বার্থের টানে সম্পর্ক গড়ে,
তারপর একদিন মিথ্যের ঝড়ে
হারায় যে সেই সম্পর্ক।
কষ্ট পেয়ে তখন বুঝি শেষে,
স্বার্থ ছাড়া কেউই না মেশে।

যখন ছিলাম সুখের দিনে,
সবাই ছিল পাশে।
আজকে আমি একলা পথে,
কেউ নেই আর পাশে।

স্বার্থ যখন ছিল আমাতে,
পাশে ছিলো হাসি মুখে।
কথায় ছিল মিষ্টি ভাব,
আন্তরিকতার ছিল না অভাব ।

মানুষ যখন বদলে যায়!
স্বার্থ ছাড়া কিছুই না চায়।
যেখানে লাভ, সেখানেই তারা,
স্বার্থের নেশায় তারা হয় মোহরা ।

তবু কেনো ভালোবাসি?
তাদের করি বিশ্বাস!
স্বার্থ ছাড়া আজ সত্যিকারের,
মানুষ পাওয়ার নেই কোনো আশ্বাস!



কবিতার মর্ম কথা

মানুষ স্বার্থের টানে বদলায় সেই সাথে হারায় সম্পর্কের মূল্য।সুখের সময় সবাই পাশে থাকে, দুঃখে কেউ ফিরেও চায় না।স্বার্থের মোহে ভালোবাসাও একদিন মিথ্যা হয়ে যায়।যেখানে লাভ, শুধু সেখানেই সম্পর্ক গড়ে।আর সত্যিকারের মানুষ পাওয়া এখন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়। আজকে সেরকমই কিছু কথা এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি ।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
***

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 last month 

খুব সুন্দর একটি কবিতা লিখেছো।দুনিয়াটা আসলেই এমন,স্বার্থপর এর অভাব নেই। আর স্বার্থের দুনিয়ায় মানুষ মানুষকে স্বার্থ ফুরালে চেনে না,আর এটাই চরম বাস্তবতা। সুন্দর একটি কবিতা সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য ধন্যবাদ।

 27 days ago 

অনেক অনেক ধন্যবাদ তোমাকে সুন্দর মন্তব্য করার জন্য 💓।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 27 days ago 

🙏🙏🧩

 27 days ago 

🪴🪴☄️

 last month 

Screenshot_20250308-092234_Chrome.jpg

Screenshot_20250308-092330_Chrome.jpg

 last month 

অসাধারণ কবিতা লিখেছেন ভাই, আমার কাছে আপনার কবিতাটি বাস্তব জীবনে ঘটনা সংবলিত মনে হয়েছে। কেননা স্বার্থের জন্য সম্পর্ক বদলায়। আপনজন বিপদের সময় দূরে চলে যায়। লোভের জন্য তারা সম্পর্ক ছিন্ন করে। প্রতিটি লাইন ছন্দ মিলিয়ে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।

 27 days ago 

ধন্যবাদ নাজমুল ভাই সুন্দর ও মন্তব্য করার জন্য।

 last month 

সবকিছু এখন স্বার্থের উপর চলে ভাইয়া। এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে কেউই ভালোবাসে না। সবকিছুর পেছনে কোন কারণ বা কোন স্বার্থ থাকবেই। স্বার্থের দুনিয়া দারুন কবিতা লিখেছেন। বলা যায় বাস্তবতাকে তুলে ধরেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 27 days ago 

চেষ্টা করেছি বাস্তবতাকে তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।।

 last month 

কবিতাটি একদম বাস্তবমুখী। স্বার্থের এই দুনিয়া। আসলে আপনার এই কবিতার মাধ্যমে সমাজের বাস্তবতাকে তুলে ধরেছেন ভালো লাগলো পড়ে।

 27 days ago 

জি ভাই চেষ্টা করছি বাস্তবমুখী কবিতা লিখতে ধন্যবাদ আপনাকে

 last month 

আপনি আজকে অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাই।কবিতাটি মানুষের স্বার্থপরতা এবং সম্পর্কের ক্ষেত্রে এর প্রভাবকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলে। এটি পাঠকদের নিজেদের আচরণ এবং সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে। কবিতার মাধ্যমে আপনি সমাজের একটি বাস্তব চিত্র উপস্থাপন করেছেন, যা আমাদের আত্মবিশ্লেষণের সুযোগ দেয়। সর্বোপরি ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 27 days ago 

আপনি সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করেন পড়ে খুব ভালো লাগে ধন্যবাদ।

 last month 

স্বার্থ এমন একটা জিনিস যেটার জন্য মানুষ সবকিছুই করতে পারে। আসলে এই স্বার্থের জন্যই সবকিছু বদলে যায় এমনকি প্রিয় মানুষগুলো। আপনার লেখা স্বার্থের দুনিয়া কবিতাটা অনেক সুন্দর ছিল। আর আমার কাছেও অসম্ভব ভালো লেগেছে পুরো কবিতাটা পড়ে।

 27 days ago 

অসাধারণ মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ্।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.24
JST 0.031
BTC 79799.67
ETH 1568.76
USDT 1.00
SBD 0.63