সামনের দিকে এগিয়ে যাচ্ছে পুশ।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সামনের দিকে এগিয়ে যাচ্ছে পুশ )। |
---|
source from @rme দাদা
পুশ যদিও মিমি কয়েন হিসেবে প্রথমের দিকে শুরু হয়েছিল। তবে এখন আর এটি মিমি কয়েনের মধ্যে নেই। এটি এখন ইউটিলিটি কয়েনে জায়গা করে নিয়েছে এবং সামনে এগিয়ে যাচ্ছে।পুশ বর্তমানে যে অবস্থানে রয়েছে সেটা আসলে অনেক স্বল্প সময়ে,এ পর্যায়ে আসতে পেরেছে। আর এর জন্য মূলত অক্লান্ত পরিশ্রম রয়েছে আমাদের rme দাদার।
সেইসাথে এডমিন মডারেটর ও জেনারেল ইউজার সবাই মিলেই এই পুশকে ঘিরে অক্লান্ত শ্রমঘম দিয়ে যাচ্ছেন।যাতে করে পুশ অনেক দূরে এগিয়ে যেতে পারে।পুশ সবার মনে জায়গা করে নিয়েছে। সত্যি বলতে পুশ মনে জায়গা করার কিছু কারণ রয়েছে।একটা হচ্ছে পুরো স্টিমিট প্ল্যাটফর্ম জুড়ে এই পুশ প্রথম কয়েন। আর দ্বিতীয় হচ্ছে এটি আমার বাংলা ব্লগের জন্য প্রথমে একটি কয়েন এবং যেটা আমাদের প্রিয় rme দাদার মাধ্যমেই আমরা পেয়েছি।
আর এদিক থেকে পুশ এর মাধ্যমে অনেকেই ভালো প্রফিট করেছে এবং ফিউচারেও করতে পারবে।আর এই আশা ভরসা নিয়ে সবাই পুশকে নিয়ে এগিয়ে যাচ্ছে। এটা আসলে ভালো একটি দিক এবং আমার অনেক ভালো লাগে। বর্তমানে দাদা যেসব উদ্যোগ নিচ্ছে পুশকে ঘিরে,সবই সবার ভালোর জন্যই নিচ্ছেন।আরে এতে কোন সন্দেহ নেই।একেকবার একেক প্রজেক্ট নিয়ে দাদা কাজ করছেন যাতে করে পুশ অনেক দূর এগিয়ে যেতে পারে।
যেমন এখন পুশকে কনভার্ট করার জন্য যে ওয়েব সাইটটি আমাদের সাথে শেয়ার করেছেন, এটাও কিন্তু আমাদের উপকারের জন্যই। যাতে করে কেউ চাইলে পুশকে কনভার্ট করতে পারবে স্টিম,টি আর,এক্স অথবা ইউ এস ডি তে,আর সেটা খুব সহজেই।এটাও নিঃসন্দেহে আমাদের জন্য মঙ্গল কর। কারণ আমরা চাইলে খুব সহজেই পুশকে কনভার্ট করে নিতে পারবো। আর যেটা একমাত্র দাদার অবদান।
এদিক থেকে পুশ এর ডেবিট কার্ড এর যে প্রজেক্টটি সেটা অনেক চমৎকার একটি বিষয়। যেটা আমার খুব ভালো লেগেছে। তবে আমরা ইউজ করতে পারবো কিনা জানিনা তবুও বিষয়টি আমার খুব ভালো লাগলো কারণ এরকম কার্ড থাকলে এ কয়েনের ভ্যালু অনেক বেশিই বেড়ে যাবে।বলতে গেলে আমার দেখা একদম আপডেট একটি প্রযুক্তি।
বর্তমানে পুশের মার্কেট ক্যাপ এবং ফুশের রেট দুটোই অনেক ভালো এবং এই পুশ হুটহাট করে ডাউনও খাচ্ছে না। এটা আসলে একটি কয়েনের জন্য অনেক বড় একটি ভূমিকা রাখে। পুশ দিন দিন উপরের দিকে যাচ্ছে এবং যাবে আর এই পুশ উপরে যাওয়ার জন্য দাদা আরো একটি উদ্যোগ নিয়েছিল। সেটিও অনেক ভালো একটি উদ্যোগ। যেটা দাদার মাধ্যমেই সম্ভব হয়েছে।
আর সেটা হলো পুশ স্টেকিং এর মাধ্যমে ভোটের ব্যবস্থা। এতে করে সবাই পুশ স্টেকিং করে রাখবে এবং এবিবি কিউরেশন থেকে বোনাস ভোট পাবে। এতে করে অনেক পুশ এখানে হোল্ড থাকবে এবং এগুলো বাই সেল করার সম্ভাবনা কমে যাবে। যদিও কেউ সেল করতে যায় সে করতে পারবে তবে ইনস্ট্যান্ট নয়। এক্ষেত্রে পুশের জন্য বা পুশের মার্কেট ভ্যালুর জন্য অনেক বেশি উপকারে আসবে।
সবমিলিয়ে পুশ অনেক দূরে এগিয়ে যাবে এটা সবার কামনা এবং আমি নিজেও অনেক আশাবাদী পুশ নিয়ে। সেজন্য আমি নিজেও আমার পুশ সেল না দিয়ে সবগুলো হোল্ড করে রেখেছি এবং এবিবি কিউরেশনে স্টেক করে সেখান থেকে ভোট পাচ্ছি। যাইহোক পুশ আসলে সবারই মঙ্গল বয়ে আনবে, সেজন্য সবাইকে পুশকে নিয়ে এগিয়ে যেতে হবে। এই কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে।
যাই হোক পুশকে নিয়ে আসলে সবার মনে যে বিশ্বাসের জন্ম নিয়েছে সেটি থাকবে চিরকাল। যাইহোক কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | পুশ । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
https://x.com/Nevlu123/status/1880796680892940526
সুযোগ বুঝে আমাদের কিনে রাখা একান্ত প্রয়োজন। যত বেশি কিনে রাখতে পারব তত নিজেদের জন্য অনেক ভালো হয়। সব সময় দোয়া করি এর বাজার যেন আরো ভালো হয়।
বিষয়টা অনেক ভালো করেছে তবে আমাদের এখন চেষ্টা করতে হবে পুশ কিনে রাখা আর স্টেক করা। আমিও আশা করি এভাবেই ভালো পর্যায়ে এগিয়ে যাবে আমাদের পুষ কয়েন।
আসলেই পুস এখন বেশ শক্ত অবস্থানে রয়েছে। পুরো ক্রিপ্টো মার্কেট কিছুদিন আগে যখন হিউজ ডাউন খেলো,তখনও কিন্তু পুস কয়েন ততটা ডাউন খায়নি। আসলে যে কয়েন এর ইউটিলিটি থাকে, সেই কয়েন সবসময়ই বেঁচে থাকে। আমাদের পুস কয়েনও সবসময় বেঁচে থাকবে ইনশাআল্লাহ। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।