নিজস্ব ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ স্টিম পাওয়ার আপ।১০% লাজুক-খ্যাঁকের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

নিজের সেরাটা শেয়ার করার উদ্দেশ্যে এবং শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।আর সেটি হলো পাওয়ার আপ পোষ্ট

Untmeitled.png

প্রতি সপ্তাহের ন্যায় এইবার ও নিজস্ব ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ স্টিম পাওয়ার আপ।

হ্যালো বন্ধুরা আমি আজকে আবারো এসেছি পাওয়ার আপ পোস্ট নিয়ে, এবং আমি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করে টার্গেট ডিসেম্বর, সিজন-২ এ যোগদান করলাম।

আসলে বন্ধুরা নিজের পাওয়ার বৃদ্ধির লক্ষ্যে এবং নিজেকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্টিম পাওয়ার খুবই প্রয়োজন।

স্টিমিট প্লাটফর্মে প্রতিনিয়ত কাজ করতে হলে, বা শক্ত একটি অবস্থান তৈরি করতে হলে, অবশ্যই স্টিম পাওয়ার এর প্রয়োজন আছে। আর সেজন্যই আমি প্রতিনিয়ত পাওয়ার আপ করে থাকি।

পূর্বে আমার স্টিম পাওয়ার ছিলো ৯১৪০ স্টিম।১০ স্টিম পাওয়ার আপ করে আমার এখন ৯১৫০ স্টিম হয়েছে।তবে আমার টার্গেট ১০,০০০ স্টিম পাওয়ার অর্জন করা।আর সেই লক্ষ্যে আমি এগিয়ে যাচ্ছি।

পূর্বের স্টিম পাওয়ার৯১৪০
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমান স্টিম পাওয়ার৯১৫০
টার্গেট১০,০০০ স্টিম পাওয়ার

তো বন্ধুরা চলুন শুরু করা যাক পাওয়ার আপ কিভাবে করেছি সেটির ধাপ গুলো।

প্রথম ধাপ

Screenshot_20220908-202218_Chrome.jpg

দ্বিতীয় ধাপ

Screenshot_20220717-211237_Chrome.jpg

শেষ ধাপ

Screenshot_20220908-202237_Chrome.jpg

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগত ভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগত ভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগত ভাবে আমি বাঙালি।
images (2).png

পোষ্ট ও ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণপাওয়ার আপ

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 2 years ago 

টার্গেট ডিসেম্বরকে সামনে রেখে আপনি নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছেন। আপনার পাওয়ার আপ পোস্ট দেখে খুবই ভালো লাগলো। এভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই সব সময় উৎসাহ প্রদানের জন্য ভালো থাকবেন এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি

 2 years ago 

এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন তাতে আপনার জন্যই উপকার হবে ধন্যবাদ

One small information from my side,dont do self support,its not recommended here. Do others...

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর উপদেশ মূলক মন্তব্যের জন্য। আসলে আমি নিজেকে সাপোর্ট করিনা, অন্যদেরকে করি। শুধু সক্ষমতা বাড়ানোর জন্যই বা স্টিম পাওয়ার বাড়ানোর জন্যই এ পাওয়ার আপ করা, ধন্যবাদ আপনাকে।

When i check last werk,its in 50% self votes. Now it decreased. Keep maintain it..

iMarkup_20220909_130641.jpg

Dont do self support thats much..

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভালো একটি উপদেশ দেওয়ার জন্য, আপনার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া,এব প্ল্যাটফর্মের প্রতিনিয়ত কাজ করতে হলে এবং নিজের শক্তি বৃদ্ধি করতে হলে পাওয়ার আপের কোন বিকল্প নেই। আপনি আজ ১০ স্টিম পাওয়ার আপ করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অগণিত ধন্যবাদ এত সুন্দর করে মন্তব্যের মাধ্যমে সব সময় সাপোর্ট করে যাওয়ার জন্য ভালো থাকবেন❤

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন এই প্লাটফর্মের প্রতিনিয়ত কাজ করতে হলে বা শক্ত একটি স্থান অর্জন করতে হলে স্টিম পাওয়ার আপের প্রয়োজন আছে। আর আপনার লক্ষ্য 10000 স্টিম পাওয়ার অর্জন করা। এভাবে প্রতিনিয়ত পাওয়ার আপ করতে থাকলে আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন।

 2 years ago 

আমি নিজেও সেটা বিশ্বাস করি ধারাবাহিকতা বজায় রাখলে খুব শীঘ্রই পৌঁছে যেতে পারবো ধন্যবাদ আপনাকে

 2 years ago 

পাওয়ার আপ করা মনেই নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি ১০ স্টিম পাওয়ার করার মাধ্যমে নিজের শক্তি বৃদ্ধি করেছেন। আপনার পাওয়ার বৃদ্ধি কে সাদুবাদ জানাই। আশা করছি আপনি খুব তারাতারি আপনার লক্ষপূর্ণ করতে পারবেন।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাদের এত এত উৎসাহ পেলে পাওয়ার আপ করতে আরো বেশি মন চায় ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন

 2 years ago 

সফলতা অর্জন করতে হলে লক্ষ্য স্থির রেখে প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি চালিয়ে যেতে হবে।। একজন সফল ব্লগার হতে হলে পাওয়ার বৃদ্ধির বিকল্প নেই

 2 years ago 

আপনার কথার সাথে আমিও একমত, সফল ব্লগার হতে হলে পাওয়ার বৃদ্ধির বিকল্প নেই।

 2 years ago 

নিজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আপনি এগিয়ে যাচ্ছেন এর চেয়ে বড় কিছুই হতে পারে না। আমাদের প্রত্যেকের উচিত আপনার মত করে একাউন্টের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাওয়া। আপনার এই পোস্ট আমাদের উৎসাহের কারণ।

 2 years ago 

জি অল্প হলেও প্রতি সপ্তাহে কিছু কিছু পাওয়ার আপ করলে নিজেকে এগিয়ে যাওয়া সহজ হয় ধন্যবাদ।

 2 years ago 

আপনার পাওয়ার আপের পোস্ট দেখে ভালো লাগলো। আমাদের নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এভাবে ধারাবাহিকতা বজায় রেখে নিজের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে লক্ষ্যে পৌঁছে যান। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাদের এরূপ ভালবাসা পেলে অবশ্যই এগিয়ে যেতে পারবো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন

 2 years ago 

পাওয়ার আপ করা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিয়মিত পাওয়ার আপ করেন দেখে খুবই ভালো লাগে। দোয়া করি, এভাবেই আরও সামনের দিকে এগিয়ে যান ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

নিয়মিত পাওয়ার আপ না করলে এগিয়ে যাওয়াটা কষ্টসাধ্য হয়ে যাবে, তাই পাওয়ার আপ করা ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95358.83
ETH 3366.72
USDT 1.00
SBD 3.11