নিজ স্বক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ স্টিম পাওয়ার আপ।|
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
প্রতি সপ্তাহের ন্যায় এইবারও নিজ স্বক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ স্টিম পাওয়ার আপ। |
---|
হ্যালো বন্ধুরা আমি আজকে আবারো এসেছি পাওয়ার আপ পোস্ট নিয়ে, এবং আমি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করে সিজন-৫ এ যোগদান করলাম।তবে এইবার সিজন-৫ এ আমার টার্গেট থাকবে ৬০০০ স্টিম পাওয়ার এচিভ করা। যাতে করে আমি নয় এক্স( 9x)ডলফিন হতে পারি।
যদিও সিজন চার এ আমার টার্গেট ছিলো ৪০ হাজার স্টিম পাওয়ার করে ৮এক্স ডলফিন হওয়া। আর সেই লক্ষ্যেও আমি পৌঁছে গেয়েছি।এখন আবার ২০২৫ সালে নতুন টার্গেট নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। আর আশা করি আগামী নবেম্বরের আগেই আমি ৪৬০০০ হাজার প্লাস স্টিম পাওয়ার করে ফেলবো।
আসলে বন্ধুরা নিজের পাওয়ার বৃদ্ধির লক্ষ্যে এবং নিজেকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্টিম পাওয়ার খুবই প্রয়োজন।স্টিমিট প্লাটফর্মে প্রতিনিয়ত কাজ করতে হলে, বা শক্ত একটি অবস্থান তৈরি করতে হলে, অবশ্যই স্টিম পাওয়ার এর প্রয়োজন আছে। আর সেজন্যই আমি প্রতিনিয়ত পাওয়ার আপ করে থাকি।
সিজন তিন শেষে সর্বমোট আমার পাওয়ার হয়েছিলো ৩৩,৩৮৫ স্টিম পাওয়ার।
সিজন চার শেষে সর্বমোট আমার পাওয়ার হয়েছিলো ৪০৮২৮ স্টিম পাওয়ার।
পূর্বে আমার স্টিম পাওয়ার ছিলো ৪১৩৭৯ স্টিম।১০ স্টিম পাওয়ার আপ করে আমার এখন ৪১৩৮৯ স্টিম পাওয়ার হয়েছে।
পূর্বের স্টিম পাওয়ার | ৪১৩৭৯ |
---|---|
পাওয়ার আপ | ১০ স্টিম |
বর্তমান স্টিম পাওয়ার | ৪১৩৮৯ |
প্রথম টার্গেট | ১০,০০০ স্টিম পাওয়ার (Done) |
দ্বিতীয় টার্গেট | ১৫,০০০ স্টিম পাওয়ার (Done) |
তৃতীয় টার্গেট | ৮,০০০ স্টিম পাওয়ার (Done) |
চতুর্থ টার্গেট | ৭,০০০ স্টিম পাওয়ার (Done) |
পঞ্চম টার্গেট | ৬,০০০ স্টিম পাওয়ার (চলমান) |
পাওয়ার আপ করার জন্য আমাকে প্রথমে আমার ওয়ালেটে যেতে হবে সেখান থেকে স্টিম অপশনে ড্রপ বোতামে ক্লিক করলাম এবং পাওয়ার আপ এ ক্লিক করলাম। তারপর পাওয়ার আপে ক্লিক করার পর, আমি যে পরিমাণ পাওয়ার আপ করতে যাচ্ছি তা সেখানে বসাতে হবে। তারপর আমাকে পাওয়ার আপ এ ক্লিক করতে হবে। এর পরে আমি পাসওয়ার্ড দিয়ে ওকে করলেই পাওয়ার আপ হয়ে যাবে।
তো বন্ধুরা চলুন শুরু করা যাক পাওয়ার আপ কিভাবে করেছি সেটির ধাপ গুলো। |
---|
প্রথম ধাপ
দ্বিতীয় ধাপ
শেষ ধাপ
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRXkkCEbXLYwhPEYqkaUbwhy4FaqarQVhnzkh1Awp3GRw/witness_proxy_vote.png)
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
পোষ্ট ও ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | পাওয়ার আপ |
আপনি দেখছি দশ সিস্টিম পাওয়ার আপ করেছেন ।পাওয়ার আপ করা মানে নিজের একাউন্টের ক্ষমতা বৃদ্ধি করা ।ঠিক বলেছেন ভাইয়া শক্ত অবস্থান করতে হলে পাওয়ার আপ করা খুবই জরুরি।
পাওয়ার আপ করাটা অতিব জরুরী আপু ধন্যবাদ।
https://x.com/Nevlu123/status/1887317770406437041
নিজ স্বক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে বেশ ভালো লাগলো। আমার বাংলা ব্লগে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
জি ভাই দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।
৪৬ হাজার স্টিম পাওয়ার পূর্ণ করার টার্গেট নিয়ে আজ আপনি দশ স্টিম পাওয়ার আপ করেছেন। এই প্লাটফর্মে দীর্ঘদিন টিকে থাকার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি।আশা করছি আপনি এই সিজনেও আপনার টার্গেট পূর্ণ করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ আপু আপনার জন্যও শুভকামনা রইল।
আপনি 9x ডলফিন পাওয়ার আপ করার টার্গেট নিয়েছেন দেখে ভালো লাগলো। পাওয়ার আপ আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। নিজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজকে দশ স্টিম পাওয়ার আপ করলেন। পূর্বের টার্গেটের মতো এই টার্গেটও পূরণ করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।
ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ধন্যবাদ এভাবেই পাশে থেকে অনুপ্রেরণা যোগানোর জন্য।
আপনি বরাবরই প্রতি সপ্তাহে ১০ স্টিম করে পাওয়ার আপ করেন এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আসলে এইরকম পাওয়ার আপ গুলো দেখলে আমারো পাওয়ার আপ করার আগ্রহ বেড়ে যায়। আপনার ১০ স্টিম পাওয়ার আপ দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
যথাযথ মন্তব্য করার জন্য ধন্যবাদ পলাশ ভাই।
এই প্লাটফর্মে টিকে থাকতে হলে পাওয়ার বৃদ্ধির কোন বিকল্প নেই । যে কাজটি আমরা সবাই ধারাবাহিকভাবে করার চেষ্টা করছি। আপনি আজকে ১০ স্টিম পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের সক্ষমতা কিছুটা হলেও বাড়িয়ে নিলেন।
জি আশা করছি আপনিও নিজেকে এগিয়ে নিয়ে যাবেন।
পাওয়ার আপ করা মানে নিজেকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়া। পাওয়ার আপ মানে নিজেকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়া।আর পাওয়ার আপ করেই নিজেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমি মনে করি অন্যথায় কোনভাবেই সম্ভব নয়।ধন্যবাদ পাওয়ার আপ করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।ভালো থাকবেন সব সময় এই কামনা করি।.
ঠিক পাওয়ার আপ মানে নিজেকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়া।
আশা করি ভাইয়া, ভালো আছেন? আপনার পাওয়ার আপ পোস্ট দেখে খুব ভালো লাগে। কারণ আপনার পাওয়ার বৃদ্ধি করার পোস্ট দেখলে অনেক উৎসাহ অনুপ্রেরণায় পাই। পাওয়া বৃদ্ধি করার মাধ্যমে আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া পাওয়া বৃদ্ধি করার পোস্ট শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আজিম ভালো থেকো।