স্বরচিত কবিতাঃ ঋতুর খেলা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ ঋতুর খেলা।
শীত এলো নিয়ে আনন্দ,
খুশি আকাশে বাতাসে।
চারিদিকে সতেজতায় ভরপুর,
এ যেন এক স্বপ্নপুরীর দেশ।
ঘাসের ডগায় শিশির ফোটা,
দেখতে লাগে মুক্ত কনা।
সবুজের সমরহ চারিদিকে,
মনে হয় সবুজের বিছানা।
মাঠে-ঘাটে ভরা ফসল,
কৃষকের গায়ে গরম জামা।
শীত পোহাতে কারো কারো আবার,
দরকার হয় খড় লাকড়ির আগুন পোহানো।
এভাবে কাটিয়ে দিচ্ছে শীত।
ধীরে ধীরে শীতের ও হচ্ছে ইতি।
এভাবেই শীতের পর আসবে বসন্ত,
বসন্তের পর আবার বর্ষা।
প্রকৃতির এই লীলা খেলা,
ভালো লাগে ভীষণ।
একটা ঋতু আরেকটা ঋতুর,
নেয় শুধু পিছন।
সুতোর বাঁধনে চলছে সব ঋতু,
কালবৈশাখীর সময় সবার মন হয়ে যায় ভীতু।
এটাই হয়তো প্রকৃতি, ও ঋতুর খেলা,
আর এভাবেই কেটে যায় আমাদের বেলা।
কবিতার মর্ম কথা |
---|
ঋতুর খেলা কবিতায় একের পর এক ঋতুর পরিবর্তন ও একটার সাথে আরেকটা যে জড়িত সেটাই তুলে ধরলাম। আবার শীতের মায়াময় পরিবেশ ও শীতের সময় ঘাসের উপর কুয়াশা এমনই কিছু অনুভূতি এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি। আর আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
***
VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন ভাই পড়ে খুব ভালো লাগলো। শীতের ঋতু সবসময় আমাদের কাছে অনেক বেশি প্রিয় হয়। কুয়াশামাখা প্রকৃতি দেখলে মন ভরে যায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
https://x.com/Nevlu123/status/1875863405548212509
এত সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের কবিতাটা অসম্ভব দারুন ছিল। অনেক বেশী সুন্দর করে লিখেছেন এই কবিতা আপনি। কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে আমার কাছে।
আপনার লেখা ঋতুর খেলা কবিতার লাইনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে আজকের এই কবিতা লিখেছেন আপনি। ঋতুর খেলা কবিতার প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে আপনার লেখা পুরো কবিতা।
এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো ছন্দে দারুন ভাবে মিল হয়েছে।
শীতকালটা আমার খুব পছন্দ। তাইতো শীতকালে আমার খুব ভালো লাগে। বিশেষ করে সকাল সকাল কুয়াশা ভেজা ঘাস দেখতে এবং খেজুরের রস খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। যাইহোক বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।