DIY-এসো নিজে করি: কালী ঠাকুরের মুখ অঙ্কন। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।আজ আমি আপনাদের মাঝে একটি কালী ঠাকুরের মুখের চিত্র অংকন করলাম। আর মাত্র একদিন পর কালীপুজো। দেখতে দেখতে বহু আপেক্ষিত সেই দিনটা চলেই এল। কালী পূজা নিয়ে ছোট থেকেই আমার মধ্যে এক অন্যরকম উত্তেজনা কাজ করে বিশেষ করে বাড়ির সামনেই হওয়া পাড়ার সেই বড় পুজোটা এক অন্য মাত্রা এনে দেয়। আজ হঠাৎ করে বসে থাকতে থাকতে মনে হল একটা কালী ঠাকুরের মুখে অঙ্কন করেই ফেলি। আর কি কাগজ আর পেন্সিল নিয়ে বসে পরলাম। আঁকতে আঁকতে ভাবলাম একা কেন যখন আঁকাটা শুরু করেই ফেলেছি তখন সেই অনুভূতিটা ব্লগের মাধ্যমে আপনাদের সকলের সাথে শেয়ার করে নিলে কেমন হয়, তাই আর বেশি না ভেবে এই পোস্টটা করেই ফেললাম। জানিনা আঁকাটা আপনাদের ভাল লাগবে কিনা তবে আপনাদের সাথে শেয়ার করে আমার খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ এই চিত্রটা দেখার জন্য।

উপকরণ


• সাদা কাগজ
•পেন্সিল
• কালো রঙের মার্কার পেন
• লাল রঙ
•স্কেল



11.jpeg


প্রথম ধাপ



প্রথমে আমরা সাদা কাগজের উপর স্কেল দিয়ে সোজাসুজি এবং আড়াআড়ি ভাবে দুটি দাগ কেটে নেব। তারপর সেই দাগ বরাবর মুখের বাইরের অংশটা আস্তে আস্তে অংকন করে নেব।

1.jpeg


দ্বিতীয় ধাপ


তারপর চোখের উপরের অংশটা এবং নাকের দাগ গুলো আস্তে আস্তে অংকন করে নেব।

2.jpeg


তৃতীয় ধাপ


তারপর আস্তে আস্তে সমান করে ঠোঁটের উপরের অংশ, জীব এবং মাঝখানের চোখ টা অংকন করে নিতে হবে।

3.jpeg


চতুর্থ ধাপ


তারপর নাকের দু'পাশে দুটি চোখ ও নাকের সামনের দিকে একটা গোল ছবি অংকন করে নিতে হবে।

4.jpeg


পঞ্চম ধাপ


তারপর বাঁ দিকের চোখটা পেন্সিল ঘষে ডিপ কালো করে নিতে হবে।

5.jpeg


ষষ্ঠ ধাপ


তারপর বাঁ দিকের গালটা হালকা পেন্সিল ঘষে একটা ছাই রঙের আভা তৈরি করে চোখের ওপরের ভ্রুটা ডিপ কালো করে অংকন করে নিতে হবে।

6.jpeg


সপ্তম ধাপ


এরপর ডান দিকের চোখটা এবং তার ওপরে পুরোটা পেন্সিল দিয়ে ডিপ কাল করে অংকন করে নিতে হবে।

7.jpeg


অষ্টম ধাপ


এরপর ডান দিকের গালটা পেন্সিল ঘষে হালকা ছাই রঙের আভা তৈরি করে নিতে হবে। তারপর কপালের বা দিকটায় হালকা আভা এবং ডান দিকটা কালো করে খসে মাথার চুলটা একে সাইড দিয়ে কিছুটা চুল সোজা দাগ কেটে কেটে নামিয়ে নিতে হবে।

8.jpeg


নবম ধাপ


এতক্ষণ ছিল কেবলমাত্র পেন্সিল এর কাজ। এবার হাতে তুলি আর একটা লাল রং নিয়ে নিতে হবে, কারণ লাল রং ছাড়া তো কালি ঠাকুর অংকন সম্পূর্ণ করা সম্ভব না।

9.jpeg


দশম ধাপ


লাল রং দিয়ে কালী ঠাকুরের আউটলাইন বর্ডার, মাথায় টিপ এবং কপালে সিঁদুর ও জিভটাকে অংকন করে নিতে হবে।

10.jpeg


একাদশ ধাপ


এরপর মাথার ওপাশের চুলগুলোকে কালো পেন্সিল দিয়ে একটু ডিপ করে ঘষে কাল করে নিতে হবে। তার সাথে গলার কিছুটা অংশ পেন্সিল ঘষে কালো করে নিতে হবে।

11.jpeg


দ্বাদশ ধাপ


ব্যাস আর কি দেখতে দেখতে হয়ে গেল কালী ঠাকুরের একটা সুন্দর মুখ সম্পূর্ণ।

12.jpeg
আমার আঁকার সাথে আমার একটা নিজস্বী।


ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আপনি ভালো অংকন পারেন প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আপনি আমাদের মাঝে পরিবেশন করেছেন। আপনার অঙ্কনের হাত খুব ভালো। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

সত্যি কথা বলতে ভাইয়া এটা আমাকে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করতে হয়েছে। চেষ্টা করেছি যতসম্ভব গুছিয়ে করার, আসলে কয়েক বছর পরে আবার পেন্সিল ধরলাম। আপনাদের শুভকামনা সাথে থাকলে আশা করি আরও ভাল ভাল পোস্ট শেয়ার করতে পারব। অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি আপনার কালী ঠাকুরের চিত্রটি খুব সুন্দর করে অঙ্কন করেছেন। এবং নিখুঁত ভাবে করার চেষ্টা করেছেন। এবং কি খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আপনার এত সুন্দর একটি চিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

হ্যাঁ ভাইয়া যতটা সম্ভব নিখুঁতভাবে করার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ আপনার এই মন্তব্যের জন্য। চেষ্টা করব আরও সুন্দর সুন্দর পোস্ট আপনাদের সাথে শেয়ার করার।

 3 years ago 

কি মিষ্টি হয়েছে মায়ের মুখটা দেখতে ! 👌👌👌👌🙏🙏🙏🙏🙏 দাদা অসম্ভব সুন্দর করে এঁকেছেন। মনে ভক্তি না আসলে এত সুন্দর করে কাজটা হত না। ভালো থাকুন। মা মঙ্গল করুন আপনার।

 3 years ago 

বাহ খুব সুন্দর বললেন তো। যথাসাধ্য চেষ্টা করেছি সুন্দর করে অংকনটা করার, কতটা পেরেছি সেটা তো আপনারা বেশি ভালো বলতে পারবেন। অসংখ্য ধন্যবাদ এরকম মিষ্টি একটা কমেন্ট করার জন্য। আশা করি আরও সুন্দর পোস্ট করে আপনাদের উপহার দিতে পারব।

 3 years ago 

জয় মা কালি!এবং মাকে শতকোটি প্রণাম ।
সবার প্রথমে "আমার বাংলা ব্লগে" আপনাকে সুস্বাগতম।মায়ের চিত্রটি খুবই সুন্দর হয়েছে।আশা করি এইরকম চিত্ৰ আরো দেখতে পাবো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রথমেই আপনাকে বলি অনেক ধন্যবাদ আমাকে সুন্দর ভাবে স্বাগত জানানোর জন্য। আপনাদের বিভিন্ন পোস্ট দেখেই আস্তে আস্তে আমি শিখছি আর ভবিষ্যতে চেষ্টা করব আরো ভালো করে শিখে সুন্দর সুন্দর পোষ্ট আপনাদের উপহার দিতে।

 3 years ago 

👍

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 105148.00
ETH 3352.90
SBD 4.09