প্রথমে জানাই পবিত্র ঈদ উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। পরিবারের নতুন সদস্য নিয়ে এ বছর তোমার নতুন জীবনের প্রথম ঈদ। অবশ্যই উল্লেখযোগ্য যেমন তোমার কাছে তেমনি বিপরীত মানুষটির কাছেও। তোমার সহধর্মিনী কেউ আমার তরফ থেকে ঈদের ভালোবাসা জানিও। ঈদ উপলক্ষে তোমার এই ব্লগটা পড়ে খুবই ভালো লাগলো অনেক কিছুই তো জানিনা তোমাদের ব্লগগুলো পড়ে পড়ে জানি আস্তে আস্তে করে। আনন্দে কাটিও আজ কি কি করলে জানিও পরে।