ভীষণ লোভনীয় দেখতে হয়েছে তোমার তৈরি করা দই বড়াটি। এখানেও ওরকম তেঁতুলের চাটনি আর গ্রিন চাটনি দিয়ে বানায় তবে আমার ব্যক্তিগতভাবে অনেক চাটনি খেতে ভালো লাগে না তাই আমি যখন দই বড়া রান্না করি এসব দিই না। গরমের দিনে দইবড়ার জুড়ি মেলা ভার। খুবই ভালো লাগে এই রেসিপি।
অনেকেই চাটনি খেতে ভালো বাসে না চাটনি ছারাও খেতে খুবই ভালো লাগে দই বড়া।ঠিক বলেছো গরমের দিনে দই বড়ার জুড়ি মেলা ভার।