একা একা যাতায়াত করার সময় আপার বাড়তি সিট পড়াটা যে কতখানি সৌভাগ্যের তা যারা আপার বার্থ ব্যবহার করতে জানে তারাই বলতে পারবে। আপনার মত আমারও আপার বার্থ বেশ পছন্দ তবে অবশ্যই দুই টায়ারের। অনেকদিন পরে বাড়ি যাচ্ছেন বাড়ি যাওয়ার অনুভুতি আলাদাই হয় এবং অন্যরকম ভালো লাগা কাজ করে। আসলে আমরা যত বড় হয়ে যায় না কেন বাড়ি তো বাড়ি থাকে তাই না? খুব ভালো করে কয়েক দিন বাড়িতে কাটান।