You are viewing a single comment's thread from:

RE: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করল ভারত। ম্যাচ রিভিউ পোস্ট।

in আমার বাংলা ব্লগ20 days ago

আজ সারাদিনের নানান ব্যস্ততার মধ্যে উঁকি ঝুঁকি মেরে খেলাটা দেখেছি। আর রাত্রে বেলায় যখন বাইরে থেকে বাড়ি ফিরেছি তার কিছুক্ষণের মধ্যেই দেখছি প্রচুর বাজি পুড়ছে আকাশ লাল হয়ে গেছে আতশবাজিতে। তখনই বুঝলাম ভারত জিতে গেছে। মানুষের আবেগ ও উল্লাস দেখে মাঝেমধ্যে ভালো লাগে ঠিকই তবে এত রাতে এত আওয়াজ যেন মনে হয় পরিবেশ দূষণ করছে। তুমি বেশ সুন্দর করে খেলার মুহূর্তগুলো তুলে ধরেছো। ভালো লাগলো পড়ে।

Sort:  
 20 days ago 

পরিবেশ দূষণ হয় ঠিকই। কিন্তু এ মানুষের স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়া। দেশ জয়ের আনন্দ। তবে শব্দবাজির বিরুদ্ধে আমি সব সময়। সেদিক থেকে আতশবাজি জ্বালিয়ে আনন্দ উদযাপন করা যেতে পারে। যদিও তাতেও পরিবেশের ক্ষতি হয়। কিন্তু অন্তত শব্দ দানবের হাত থেকে রক্ষা পাওয়া যায়।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 84404.37
ETH 1899.86
USDT 1.00
SBD 0.77