বইয়ের প্রতি আপনার ভালোবাসা দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছি। নতুন লেখকদের বই বেরোলে সাধারণত মানুষ হাতে নিয়ে কিনতে চায় না। হয়তো ভাবে এসব গার্বেজ লিখেছে। সেই নামকরা নামজাদা লেখকদের বই আজও কলকাতার বই দোকান বা মেলাগুলোতে বেশি বিক্রি। নতুন লেখকদের রীতিমতো পাঠক খুঁজে আনতে হয় । আপনার মত পাঠক আরো আসুক বাংলা সাহিত্যে এবং বাংলা সাহিত্য বেঁচে থাক মানুষের মধ্যে সাথে আরো আরো চর্চা হোক।