উফফ কি হতাশাজনক পোস্ট ভাই। জীবনে একবারই নিজেকে ঠিকঠাক দেখেছিলাম তাও তা সম্ভব হয়েছিল প্রচুর জিম ও স্ট্রিক্ট ডায়েটের ফলে। এদিকে ওজন বাড়ার সাথে সাথে নিজেকেও যে বিরাট ভালো লাগে তা কিন্তু নয়। যাইহোক বিগত কয়েকদিন ধরে লেগে পড়েছি। ভেবেছিলাম দুদিন পর রুটিন বিগড়ে যাবে। কিন্তু নাহ এখনও ধরে রেখেছি ডায়েট আর এক্সারসাইজ। দেখা যাক কি হয়। আমার জন্য গুড লাক উইশ করেন ভাই। ঈশ্বরের আশির্বাদে যদি বসে বসে রোগা হওয়া যেত এর থেকে ভালো বোধহয় আর কিছু হত না। হি হি হি।