অকারণ খারাপ ব্যবহার যারা করে তাদের এড়িয়ে চলাই কাম্য আপু৷ আপনি যা পারেন না তাই নিয়ে এগনোর দরকার নেই। সবার আগে নিজের সম্মান বাকি পরে৷ আমি নিজেও খুব একটা ক্ষমাশীল নই। অকারণ যারা মুখ খারাপ করে বা আমার সাথে খারাপ ব্যবহার করেছে সে বন্ধু স্থানীয়ই হোক বা স্বল্প পরিচিত, তাদের থেকে আমি আস্তে আস্তে সরেই যাই। কোন ভাবেই পুরনো জায়গাটা দিতে পারি না৷ যাকে বলে মন উঠে যায়৷ এই কারণেই আমার খুব একটা পরিচিতি নেই৷ তবে তাতে আপত্তিও নেই৷ অকারণ সম্মানহানির থেকে এই বেশ ভালো আছি।