প্রিয়সি- প্রেয়সী
উদ্দেশ্য করে কোন কবিতাগুলো লিখেছেন বেশ ভালো লাগলো। সব সময় সব প্রেম যে বদলে যায় বা প্রেয়সী বদলে যায়, তার আশা আকাঙ্ক্ষা বদলে যায় এবং তার প্রতি তার প্রেমিকের আশা ভরসা যে চিরকাল একই থাকে তা কিন্তু নয়। সম্পর্ক বদলে যায় দু তরফেরি কোন না কোন কারণ থাকে। তবুও আপনার তরফের অনুভূতিগুলোকে সম্মান জানাই। এবং কবিতাটি বেশ ভালো হয়েছে। খানিক হতাশা এবং বিরহ মিলিয়ে শব্দ চয়ন করেছেন।
চেষ্টা করেছি কবিতার মধ্যে ভিন্নতা রাখতে। অনেক সময় ভিন্নতা কোন জিনিসকে সৌন্দর্য এবং আকর্ষণ করে তোলে। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করার।