আপনি খুব মিষ্টি মেয়ে। নুয়াইরাকেও খুব মিষ্টি লাগছে। আসলে ছোট বাচ্চারা শাড়ি পড়লে একটু বেশি সুন্দর লাগে দেখতে। আপনার লাল শাড়িটা সম্ভবত জামদানি তাই না? বাংলাদেশী জামদানি পড়ার খুব শখ হয় কখনো গেলে কিনে আনব। শাড়িটায় আপনাকে এত মিষ্টি লাগছে দেখতে। কি বলি!
হুম, কথাটাই শুধু তেতো।🤪
হ্যা জামদানি বোধহয়।আসলে আমি তো পরিও না,কিনিও না।আম্মুর ডিপার্টমেন্ট এসব।অবশ্যই অবশ্যই,চলে আসেন একদিন।
আমাকেও সকলে বলে আমি নাকি খুব কর্কশ৷ 😃😃
আবার আমার মা বলেন আসল মিষ্টি যে হয় তাকে দেখাতে হয় না৷ সে আপনে আপই মিষ্টি হয়। 💚💚🍫