স্বর - কন্ঠস্বর
সর- দুধের সর৷
যাই হোক আপনার বন্ধুদের সাথে বেশ সুন্দর সময় কেটেছে। মালাই চা খেতে খুব ভালো হয় এখানেও পাওয়া যায়। তবে আমি তো খুব একটা চায়ের ভক্ত নই তাই একবারই স্বাদ নেওয়ার জন্য খেয়েছিলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে তখন যে সময় চলে যায় আমরা কেউ টের পাইনা। এভাবেই সবার সাথে আনন্দে আপনার দিনগুলো কাটুক।
ধন্যবাদ আপু কারেকশন টা করে দেওয়ার জন্য।