গাবলু তো দেশ তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে দাদা। দেখতে দেখতে চার মাস কেটে গেল আমি সেটাই ভাবছি। এইতো সেদিনই হয়েছিল পুজোর পরপরই। ইকো পার্ক জায়গাটা খুব সুন্দর অনেক। যাতায়াত করার সময় দেখেছি। বাচ্চা হোক বা বড় মাঝেমধ্যে এরকম ঘুরতে যাওয়া কিন্তু বেশ ভালো লাগে।