গতকালই এক বন্ধুর বাড়িতে যায় নেমন্তন্ন করেছিল এবং ও হোমমেড পিজা বানিয়ে খাইছিল। ঠিক আপনার মত পদ্ধতিতেই বানানো। একসময় আমি বানাতাম কিন্তু এখন কেন জানি না আমার আর ইচ্ছে করে না পিজা বানাতে। তবে বাড়িতে বাচ্চারা খায় তো তাই মাঝে মধ্যে মনে হয় যে বানায় কিন্তু বানাবো বানাবো করে আর হয়ে ওঠেনি। আপনার প্রিজার রেসিপিটি খুব ভালো লাগলো দেখে অত্যন্ত লোভনীয় মনে হল। আসলে পিজাটি আপনি একেবারে সঠিক পদ্ধতিতে বানিয়েছেন।