নুডুলস ভালোবাসে না এমন মানুষ বোধহয় নেই। আমার তো ধারণা চাইনিজদের এই খাবারটা আমাদের প্রায় প্রত্যেকের কাছেই অত্যন্ত প্রিয়। বিশেষ করে যারা হোস্টেলে থেকেছি বা নতুন রান্না করে বা মাঝেমধ্যে রান্না করে তাদের সবাই নুডুলস এর ওপর মারাত্মকভাবে নির্ভরশীল। আপনার নুডুলস থেকে কিন্তু বেশ লোভ হচ্ছে। সুন্দর বানিয়েছেন।
একদমই ঠিক বলেছেন কারণ নুডুলস এর মত সহজ এবং স্বল্প সময়ী রেসিপি আর কিছুই হয় না।