এ কথা সত্য সংসারে আপন বলে কেউ নেই। সবটাই স্বার্থের তাগিদ। তা সে সুক্ষ স্বার্থেই হোক কিংবা বৃহৎ। এই এত জটিলতার মাঝে যে আপনার সমস্যাটা সমাধান হয়েছে সেটা জানতে পেরে আনন্দিত হলাম। প্রতিটা জেনারেশনেই জমিজমার বিষয়টা পরিষ্কার থাকাই ভালো তাতে সকলেরই সুবিধে।
বহু চাপ গিয়েছে কয়দিন, এই সমস্যা সমাধানের জন্য । এখন কিছুটা ফুরফুরে আছি।