যেই যেই ডিভাইসে কাজ করতে অভ্যস্ত ডিভাইস যদি হঠাৎ করে খারাপ হয়ে যায় তাহলে কাজ করতে খুবই অসুবিধায়। এই যেমন কিছুদিন আগে আমি বাড়ি গিয়েছিলাম আর যে ফোনে আমি কাজ করেছি সেই ফোনটাতে নেট কানেকশন ছিল না ফলে অন্য ফোন থেকে কাজ করতে হয়েছে কারণ রাস্তাঘাটে তো আর ওয়াইফাই পাওয়া যায় না। অনেক ভুল ভ্রান্তি হয়েছে এবং আমি অনেক কাজ করতে পারে। আশা করব আপনার ল্যাপটপ তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি থ্রিডি হার্টশেপের বুকমার্ক দেখে খুবই ভালো লাগলো। কি সুন্দর বানিয়েছেন আপনি।
আমিও ফোনে একেবারেই অভ্যস্ত নই। অনেক সময় নিয়ে পোস্টটি করতে হয়েছে। তবুও চেস্টা করেছি।