বাংলায় একটা প্রবাদ আছে জানেন, "বিষয় নয় বিষ''। জমিজমা থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা। এই ধরনের সমস্যা প্রায় সব বাড়িতেই কিছু না কিছু রয়েছে। আমারও দুই বাড়িতে অনেক সমস্যা ছিল। তবে বর্তমান সেই সব মিটে গেছে। আমার মনে হয় টাকা দিয়ে জমিগুলো আপনার নিজের দখলে নিয়ে চলে আসাই ভালো। হয়তো একটু বেশি পরিমাণ টাকা দিতে হবে কিন্তু তাও জমি জায়গা থাকার সুবিধা অনেক বেশি। কিছু সময় পর আশা করি সব ঠিক হয়ে যাবে।
টাকার বন্দোবস্ত হয়ে গিয়েছে, দু-একদিনের ভিতরে দলিল হয়ে যাবে, তবে বেশ মানসিক চাপ গিয়েছে।