সত্যিই সরস্বতী পূজোর আলাদাই স্মৃতি। আজ সকাল থেকে ভাবছিলাম কি নিয়ে ব্লক লিখব কিন্তু আপনার সরস্বতী পূজার স্মৃতি দেখে মনে হল এটা নিয়ে লেখা যায়। কারণ সরস্বতী পূজার স্মৃতির কথা বলিবো তাই শেষ করতে পারবো না। স্কুল পাড়া বাড়ি সর্বত্রই ধুমধুমার কান্ড। আগের দিন রাত্রিবেলায় গিয়ে ফুল চুরি থেকে শুরু করে কাঁচা হাতে ভোগ রান্না সবকিছু হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠলো।