জীবন ও বাস্তবতা নিয়ে আপনি কয়েকটি অনু কবিতা লিখেছেন যা পড়তে ভালোই লাগলো। বাস্তব জীবনের কিছু কথা শুনতে ভালো লাগে না মানতে ভালো লাগে না সেগুলোই কবিতার মধ্যে উঠে এলে তখন যেন উচিত কথা মনে হয়। আমার বাংলা ব্লগে এসে আমরা সবাই কমবেশি কবিতা লিখে থাকি বলা চলে যারা কবিতা এতকাল লিখতে না তারাও কলম ধরেছে। বাংলা সাহিত্যে এভাবেই উন্নয়ন নেমে আসুক এবং এগিয়ে চলুক বেঁচে থাকুক মানুষের ভেতরে।
একদম ঠিক বলেছেন৷ আমিও প্রথমে কবিতা লিখতাম না৷ এখন শেয়ার করার চেষ্টা করি।