ভাই ১১ জন মিলে খাচ্ছেন তো বেশি করে মুরগি আনতে পারতেন, দু পিস করে কপালে জুটলো এর থেকে দুঃখের কি হতে পারে! বারবিকিউ করা মাংস যথেষ্ট যদি খেতে নাই পেলেন তাহলে বারবিকিউ করে মজার কি! তবে আপনাদের বারবিকিউ ওভেনটা সুন্দর হয়েছে। আবারো করতে পারবেন অসুবিধে নেই। আর পরেরবার পড়লে বেশি করে মাংস আনবেন তাহলে আর দু পিস করে জুটবে না বেশি বেশি জুটবে। হি হি হি।