You are viewing a single comment's thread from:

RE: এবারের কনটেস্টে সেরা তিনজন সহ আরো সাতজনকে আমার পক্ষ থেকে টোটাল ১০০ স্টিম পুরস্কার

in আমার বাংলা ব্লগ10 days ago

আপু, আপনার এমন সিদ্ধান্তের পর আমি যদি শুধু ধন্যবাদ দিয়ে কাজ সেরে দিই তবে তা খুবই নগন্য বা নূন্যতম হয়। আপনার মন বেশ উদার৷ এই উদারতাই আপনার আলো।

পোস্টটা পড়তে পড়তে ভাবছিলাম নিজের কথাগুলো। পরিশ্রম তো হয়ই আপু, ছবি তুলতেই এক দুই দিন সময় গেছে৷ তার ওপর এডিটিং। দুটো তিনটে অ্যাপে এডিট করি, সেক্ষেত্রে আট দশটা ছবি এডিট করা আর ৪৯/৫০ টা ছবি এডিট করা সোজা কথা নয়। অনেকসময় ছবির অ্যাঙ্গলটাও আকর্ষনীয় করতে হয়। এছাড়া ছবি তোলাও যে খুব চটজলদি কাজ তা নয়। প্রকৃতির ছবিতে অতো মাথা খাটাতে হয় না কিন্তু যখন কোন সিঙ্গল ছবির শট নিই তখন অনেকটাই ভাবনা চিন্তা লাগে৷ এই এতো কিছুর পর পোস্ট সাজানো। তবুও জানেন আপু, যখন সকলের পোস্টে দেখলাম শীতের হরেক রকম ফুল তখন ভাবলাম পজিশন আর হলই না। শুভভাই এক এক করে নাম ঘোষণা করে দিলেন, অগত্যা কাল রান্না করতে উঠব তখন শুনি আমার নাম! অথচ জেনারেলে আমি পূর্ণিমা বোনের নাম লিখেছি গেস করে। খুবই আনন্দের মুহুর্ত ছিল।
শাশুড়ি মা পাশেই ছিলেন। ফোনে ছবি এডিট করার সময় উনি ভাবছিলেন মেয়েটা কি করছে রে ভাই সারাদিন ধরে। প্রথম হয়েছি শুনে উনিও বেশ আনন্দিত হয়েছিলেন।

এর পর আপনি যখন আলাদা করে স্টিম দিলেন সেটা উপরি পাওনা। আপনার ভালোবাসা৷ এই দূর থেকেই আমি আপনাকে জড়িয়ে ধরলাম আপু। ভালো থাকুন৷ আনন্দে আলোকিত হোক আপনার প্রতিটি দিন। 💚💚💚💚💚💚💚

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.22
JST 0.032
BTC 94981.85
ETH 2581.77
USDT 1.00
SBD 3.02