প্রথমেই নুয়াইরার জন্য অনেক আদর। জানিনা আপু আমার মেয়ের ছোটবেলায় বলতো হ্যাপি বার্থডে খাব। ওটাকে যে কেক বলে কিছুতেই বোঝাতে পারতাম না। আপনার পুঁচকে বোনের কথা পরে নিজের মেয়ের কথা মনে পড়ছে। বাচ্চাদের আসলে কেকের প্রতি জানিনা কেন প্রচন্ড আকর্ষণ থাকে। খাবে হয়তো অল্পই কিন্তু চাহিদাটা বিরাট যে কিছুদিন ছাড়াছাড়ি যদি একটা কেক কাটা হয় বা ওর জন্য কেক আনা হয় তবে বড় খুশি হয়। এই সময়ে আমিও পার করে এসেছি। 😀😀
হাহাহা,তাহলে তো নুয়াইরা আরো এগিয়ে আছে বলা যায়।অন্তত কেকটা বলতে পারে।