আপনার ভাই বেশ ভালো কাজ করেছে। ছোট বাচ্চারা একটু রংচঙে জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। তাই ওদের যেকোনো রঙিন বই দিয়ে ছবি টবি দেখালে বা অক্ষর চালাতে পারেন সে ক্ষেত্রে খুব দ্রুত অক্ষর পরিচয় হয়ে যায়। এইতো পড়াশুনার জীবন শুরু হয়ে গেল শায়ান বাবুর আর ছোট থাকা হলো না এবার হু হু করে বড় হয়ে যাবে।
সেটাই আমিও ভাবছি, ওর আর ছোট থাকা হলো না, দিন দিন বড় হয়েই যাচ্ছে। আশীর্বাদ করিয়েন বাবুর জন্য।