চিকেন পক্স অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। যার জার্ম বাতাসে উড়ে। এই সময় আপনার ছেলেকে অত্যন্ত যত্নে রাখুন খাওয়া দাওয়া ঘুম সবকিছু যেন ঠিকমতো হয় সেই দিকে লক্ষ্য রাখুন। এই যে সময়টা শীতকাল থেকে আমরা বসন্তকালে পৌঁছে যাচ্ছি এই সময়তে চিকেন পক্স প্রচুর পরিমাণে হয়। যে কারণে ছোটবেলায় আমাদের সজনে ফুল খাওয়ানো হতো। মা ঠাকুমারা বলতেন সজনে ফুল রোগ প্রতিরোধ করায় অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক চিকেন পক্স হওয়া মানে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ইমিউনিটি অনেক কমে যায় সে ক্ষেত্রে আপনার ছেলেকে ঘি খাওয়াতে পারেন যা শরীরের অতিরিক্ত ঠান্ডা কমিয়ে দেয়। পরে আপনার থেকে আপডেট নেব বা আপনি অন্য ব্লগে লিখবেন আপনার ছেলে কেমন থাকল।
জী আপু, পরে আবার আপডেট শেয়ার করবো। আর আমার ছেলে নয় মেয়ে বাবু। ধন্যবাদ।
ওহ। সরি সরি৷ মেয়ের নাম কি? কত বয়স?