You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৯
প্রহসনের সমার্থকে ফুল ফুটলে
আমি তাকে ঋতু পরিবর্তন বলে চালিয়ে দিই
ফলে মেনে নেওয়ার ক্ষমতা না থাকলেও
মানিয়ে নিই অনায়াসে।
সব কিছুই নশ্বর
এই যে চিরাচরিত ভালোবাসার সম্পর্ক
তাও তথাকথিত জোনাকীর পেটে আশ্রয় নিতে নিতে
একদিন থিতিয়ে পড়বে
আমাকেও ভুল বুঝবে,
ভাববে বুঝি প্রয়োজন ফুরিয়েছে
অথচ দ্যাখো,
পৃথিবীর ঘূর্ণন নিয়ে আমাদের
সমস্ত মাথাব্যথার মোড় কবেই ঘুরে গেছে।
এরকম কবিতা পড়লে আসলেই বাস্তবিক বিষয়গুলোকে উপলব্ধি করা যায়। দারুন লিখেছেন আপু।