আপনার ছাদবাগান কিন্তু বেশ সুন্দর। শখের বাগানে টুকটাক ফুল এবং সবজি হলে বড় ভালো লাগে তবে সামান্য বড় হওয়ার পরই যখন পোকা লেগে যায় ভীষণ মন খারাপ করে। আমার তো করেই। যে কারণে আমি মাঝেমধ্যেই কীটনাশক স্প্রে করে থাকি। আপনার ছবিগুলো খুব ভালো লাগলো দেখে। প্রতিটা ছবি বেশ যত্ন করে তুলেছেন।