খুব সহজ পদ্ধতিতে আপনি চমৎকার আলুর চিপস বানিয়ে নিয়েছেন। এবং বিশেষ ওই কাটারে কেটেছেন বলে আরও দেখতেও খুব সুন্দর হয়েছে। আমরা আলুর চিপস বানাই আলু খেয়ে কেটে সামান্য সিদ্ধ করে রোদে শুকনো করে রেখে দেই এবং পরে সেটাকে তেলে ভেজে নিই। তবে আপনার এই পদ্ধতিটি বেশ সহজ এবং চটজলদিও।
জি আপু এভাবে সহজেই বানানো যায়, ধন্যবাদ আপনাকে।