You are viewing a single comment's thread from:

RE: হ য ব র ল জীবনের গল্প | আমার চাকরির জীবনের অভিজ্ঞতা (৪র্থ পর্ব)

in আমার বাংলা ব্লগ23 days ago

পড়াশোনা আর চাকরি দুটো একসাথে চালিয়ে নিয়ে যাওয়া খুব একটা সহজ কথা নয়। তার উপরে যেখানে ব্লগের অনেকটা কাজ করতে হয়।তো সর্বোপরি অনেক কিছু ম্যানেজ করা খুবই মুশকিল হয়ে যায় সেখানে ঘুমের ব্যাঘাত তো ঘটবেই। আর এই সিডিউলে বেশি দিন চললে খুব তাড়াতাড়ি শরীর নষ্ট হবে। তাই পড়াশুনো শেষের পরে চাকরি করবে বলে যে সিদ্ধান্তটা নিয়েছ সেটাই ঠিক। সব কিছু এক সাথে ভালো হওয়া মুশকিল আছে। পরিবার তো আছেই। পরিবারের জন্য করবেও। কিন্তু সবই সময় বুঝে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96067.46
ETH 2615.38
USDT 1.00
SBD 2.54