ছোটর ওপরে বেশ সুন্দর এবং আর্টিস্টিক একটি মেহেন্দির ডিজাইন আপনি আজ আমাদের সাথে শেয়ার করলেন। যেকোনো ছোটখাটো বা সন্ধ্যেবেলার অনুষ্ঠান উপলক্ষে এই ধরনের মেহেন্দি ডিজাইন হাতের বানালে খুবই ভালো লাগবে দেখতে। আসলে সব সময় পুরো হাত ভর্তি ডিজাইন ভালো লাগেনা কখনো কখনো এই হালকার উপর ডিজাইনগুলো ভীষণ স্মার্ট লাগে। বেশ ভালো লাগলো আপনার আজকের ডিজাইনটি।
সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।