আপু প্রতি সপ্তাহের মতো এবারও আপনি একটি সুন্দর মেহেন্দি ডিজাইন বানিয়েছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন। অনেকদিন থেকেই ভাবি আপনার করা ডিজাইনগুলো একবার হাতে করবো দেখে দেখে কিন্তু হয়ে ওঠে না। আসলে দৈনন্দিন জীবনে কিছু না কিছু নিয়ে ব্যস্ততা এত পরিমাণ লেগে থাকে যে নিজের পেছনে এই শখের সময় গুলো আর দেওয়া হয়ে উঠছে না। এই ডিজাইন টাও যথারীতি ভালো লেগেছে।